রুগ্ন ও নন-টেক্সটাইল শিল্পে ঋণ হিসাব সমন্বয়ের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯:৪৪ পিএম, ০৬ মার্চ ২০২৩

‘নিয়ন্ত্রণ বহির্ভূত কারণে রুগ্ন’ প্রতিষ্ঠানগুলোর তালিকা করেছে শিল্প মন্ত্রণালয়। তালিকায় থাকা রুগ্ন ও নন-টেক্সটাইল শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে ৫০ লাখ টাকার বেশি মূল ঋণ বিশিষ্ট ঋণ হিসাব সমন্বয়ের নির্দেশ দিয়েছে বাংলাদশ ব্যাংক।

সোমবার (৬ মার্চ) কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে এ সংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়েছে।

রুগ্ন শিল্পপ্রতিষ্ঠানগুলোর ঋণ পরিশোধ প্রক্রিয়া সহজ করতে এ সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এতে সুদ মওকুফের (যদি থাকে) পর ঋণ স্থিতির ওপর ব্যাংক সর্বোচ্চ কস্ট অব ফান্ড হারে সুদারোপ করা যাবে। তবে সুদ আরোপের সময় অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে ২০০৮ সালের ফেব্রুয়ারিতে জারি করা নির্দেশনা বিবেচনায় নিতে হবে।

নির্দেশনায় বলা হয়েছে, নতুন এ নীতিমালার আওতায় ডাউন পেমেন্ট বাবদ প্রয়োজনীয় অর্থ নগদে প্রদান করে গ্রাহক কর্তৃক আগামী ৩০ জুনের মধ্যে সংশ্লিষ্ট ব্যাংক বরাবর আবেদন করতে হবে। নির্ধারিত সময়ের পর এ সংক্রান্ত আবেদন গ্রহণযোগ্য হবে না।

১৯৯১ সালের ব্যাংক কোম্পানি আইনের ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ নির্দেশনা দেওয়া হয়েছে। যা এখন থেকে কার্যকর হবে।

ইএআর/এমকেআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।