দেশের মূল্যস্ফীতি জিম্বাবুয়ের তুলনায় অস্বস্তিকর নয়: প্রতিমন্ত্রী

পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম বলেছেন, এটি ইনফ্ল্যাশন, হাইপার নয়। পাকিস্তানে দ্রব্যমূল্য ৪০ শতাংশ বেড়েছে, জিম্বায়ুতে ৩০০ শতাংশ মূল্যস্ফীতি। কাজেই এ দেশের মূল্যস্ফীতি জিম্বাবুয়ের তুলনায় অস্বস্তিকর নয়।
রোববার (১২ মার্চ) শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে একনেক সভা শেষে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
গত বছরের শেষ দিক থেকেই তিনি বলে আসছিলেন জানুয়ারি থেকে ক্রমান্বয়ে মূল্যস্ফীতি কমে আসবে। সরকারের পদক্ষেপের কারণে নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে থাকবে বলেও জানিয়েছিলেন তিনি। কিন্তু ফেব্রুয়ারি মাসে মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ৮ দশমিক ৭৮ শতাংশে। যেটি জানুয়ারিতে ছিল ৮ দশমিক ৫৭ শতাংশ।
আরও পড়ুন: সরকারের পদক্ষেপে কমছে নিত্যপণ্যের দাম: প্রতিমন্ত্রী
এ প্রসঙ্গে প্রতিমন্ত্রী একনেক সভা শেষে সংবাদ সম্মেলনে বলেন, বাড়া-কমা নিয়ে গড়, এ নিয়ে অস্বস্তির কিছু নেই। এ বছর মূল্যস্ফীতি অত্যন্ত সহনীয় থাকবে। আমি মনে করি না কোনো ধরনের চাপ পড়ছে।
প্রতিমন্ত্রী আরও বলেন, ৪১২টি পণ্যের ওপর দেশের মূল্যস্ফীতি হিসাব করা হতো। কিন্তু এখন থেকে সিদ্ধান্ত হয়েছে ৭০০টি পণ্যের উপর মূল্যস্ফীতি হিসাব করা হবে।
এমওএস/এমএইচআর/জিকেএস