দুবাইয়ে আরএফএল-এর পরিবেশক সম্মেলন

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৪:০০ পিএম, ২০ মার্চ ২০২৩

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে বাংলাদেশের শীর্ষস্থানীয় শিল্পগ্রুপ আরএফএল-এর পরিবেশক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি দুবাইয়ের একটি অভিজাত হোটেলে এ সম্মেলনে অনুষ্ঠিত হয়। এতে আরএফএল গ্রুপের বিভিন্ন ব্র্যান্ডের শীর্ষস্থানীয় ২৩০ জন পরিবেশক অংশ নেন।

আরএফএল হাউজওয়্যার, সেরা ওয়াটার ট্যাংক, স্টিকি অ্যাডহেসিভ, সাউদি লুব্রিকেন্ট, প্লে টাইম টয়, গুডলাক স্টেশনারি, উইনার হটপট ও ফ্লাস্ক, আরএফএল ডোর, কমফি বেডিং আইটেম, এমএস জিআই পাইপ, টেল প্লাস্টিকস, ওয়াকার ফুটওয়্যার, রেইনবো পেইন্টস, ইটালিয়ানো মেলামাইন ও গেটওয়েল মেডিক্যাল অ্যাপ্লায়েন্সের পণ্য বিক্রয়ের সঙ্গে জড়িত পরিবেশকরা সম্মেলনে অংশ নেন। তারা সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন দর্শনীয় স্থান পরিদর্শন করেন।

jagonews24

আরও পড়ুন: বিনিয়োগের জন্য বাংলাদেশ উপযুক্ত স্থান: আহসান খান চৌধুরী

অনুষ্ঠানে আরএফএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আর এন পাল, ডিউরেবল প্লাস্টিক লিমিটেডের নির্বাহী পরিচালক মো. তৌকিরুল ইসলাম. স্টেশনারি গ্রুপের বিজনেস ইউনিট হেড মাসুদুর রহমান, ডিউরেবল প্লাস্টিক লিমিটেডের হেড অব মার্কেটিং ইসফাকুল হক, বঙ্গ বিল্ডিং ম্যাটেরিয়ালস লিমিটেড ট্যাংক এর হেড অব মার্কেটিং জহিরুল ইসলামসহ গ্রুপের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিএ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।