সোনালী ব্যাংক ও মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটির চুক্তি

সোনালী ব্যাংক পিএলসি এবং মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটির (এমআরএ) মধ্যে একটি চুক্তি সই হয়েছে। এই চুক্তির ফলে সোনালী ব্যাংকের ‘সোনালী পেমেন্ট’ গেটওয়ে ব্যবহার করে অনলাইনে ঘরে বসেই সনদপ্রাপ্ত ৭৩১টি ও সাময়িক সনদপ্রাপ্ত ৩৫০টি ক্ষুদ্র ঋণদানকারী প্রতিষ্ঠান বাৎসরিক ও সনদ ফিসহ অন্যান্য ফি পরিশোধ করতে পারবে।
সোমবার (২৯ মে) এমআরএ কার্যালয়ের সম্মেলন কক্ষে চুক্তি সই অনুষ্ঠান হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শেখ মোহাম্মদ সলীম উল্লাহ। এমআরএ’র এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান মো. ফসিউল্লাহর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনালী ব্যাংক পিএলসির সিইও ও ম্যানেজিং ডিরেক্টর মো. আফজাল করিম।
অনুষ্ঠানে সোনালী ব্যাংকের পক্ষে ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর সুভাষ চন্দ্র দাস এবং এমআরএ’র পক্ষে নির্বাহী পরিচালক মুহাম্মদ মাজেদুল হক চুক্তিতে সই করেন।
এসময় অন্যান্যদের মধ্যে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব অমল কৃষ্ণ মণ্ডল ও মো. আজিমুদ্দিন বিশ্বাস এনডিসি, সোনালী ব্যাংক পিএলসির জেনারেল ম্যানেজার মো. নুরূন নবী, ডেপুটি জেনারেল ম্যানেজার মো. আতিকুর রহমান, এমআরএ’র পরিচালক মো. নূরে আলম মেহেদী, উপ-পরিচালক মো. সাহিদুল হাসান এবং বিভিন্ন ক্ষুদ্র ঋণদানকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা ও উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সোনালী ই-সেবা মোবাইল অ্যাপের মাধ্যমে ঘরে বসে দেশ-বিদেশ থেকে ২ মিনিটে ব্যাংক হিসাব খোলা যায়। এছাড়া সোনালী ই-সেবার মাধ্যমে দেশ-বিদেশ হতে দিনরাত ২৪ ঘণ্টা ব্যাংকিং লেনদেন করা যায়।
ইএআর/জেডএইচ/এএসএম