বিদেশি এয়ারলাইন্সের প্রকৃত পাওনা কত জানালো বাংলাদেশ ব্যাংক

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৭:০৪ পিএম, ০৬ জুন ২০২৩
সংবাদ সম্মেলনে বক্তব্য দেন বাংলাদেশ ব্যাংকের ভারপ্রাপ্ত মুখপাত্র আবুল বশর

এয়ারলাইন্সের পাওনা পরিশোধে ৭ ব্যাংককে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে প্রকৃত কত পরিমাণ অর্থ পাওনা রয়েছে তাও জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

মঙ্গলবার (৬ জুন) এক জরুরি সংবাদ সম্মেলনের মাধ্যমে এয়ারলাইন্সের অর্থ পরিশোধের এ নির্দেশনা দেন বাংলাদেশ ব্যাংকের ভারপ্রাপ্ত মুখপাত্র আবুল বশর।

সংবাদ সম্মেলনে বাংলাদেশ ব্যাংকের ভারপ্রাপ্ত মুখপাত্র বলেন, বাংলাদেশের কাছে বিশ্বের বিভিন্ন এয়ারলাইন্স সংস্থার ২১ কোটি ৪১ লাখ মার্কিন ডলার পাওনা রয়েছে এমন খবর প্রকাশিত হয়। সম্প্রতি নিজেরদের ওয়েবসাইটে প্রকাশিত এক প্রতিবেদনে এমনটাই জানায় এয়ারলাইনসের আন্তর্জাতিক সংগঠন দ্য ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশন (আইএটিএ)।

তিনি বলেন, বিশ্বের বিভিন্ন এয়ারলাইন্সের পাওনা ২১ কোটি ৪১ লাখ নয়, বরং ১৭ কোটি ৭৭ লাখ ডলার পাওনা রয়েছে। এসব এয়ারলাইন্সের পাওনা অর্থ পরিশোধে দেশে কার্যরত ৭ ব্যাংককে নির্দেশনা দিয়েছি আমরা।

আবুল বশর আরও বলেন, জানুয়ারি থেকে আজ পর্যন্ত বিশ্বের এয়ারলাইন্সগুলোকে ৪০ কোটি ২১ লাখ ডলার পরিশোধ করা হয়েছে। এখন তাদের মোট পাওনা রয়েছে ১৭ কোটি ৭৭ লাখ ডলার। তবে আইএটিএ যে তথ্য প্রকাশ করেছে তাতে ২১ কোটি ৪১ লাখ ডলার বলা হয়েছে। দেশের ৭ ব্যাংক এসব অর্থ ডিউ (বাকি) রেখেছিল। ব্যাংকের অর্থ পরিশোধের সামর্থ্য রয়েছে, তাদেরকে খুব শিগগির এ অর্থ পরিশোধ করতে নির্দেশনা দেওয়া হয়েছে।

ইএআর/কেএসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।