আইএফআইসি ব্যাংকে ‘চিরঞ্জীব মুজিব’ চলচ্চিত্র প্রদর্শন

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ১২:৫১ পিএম, ০৯ জুন ২০২৩

আইএফআইসি ব্যাংকের প্রধান কার্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’ অবলম্বনে নির্মিত পূর্নদৈর্ঘ্য চলচ্চিত্র ‘চিরঞ্জীব মুজিব’ প্রদর্শিত হয়েছে। বৃহস্পতিবার (৮ জুন) আইএফআইসি টাওয়ারের মাল্টিপারপাস হলে চলচ্চিত্রটি প্রদর্শনের আয়োজন করা হয়। প্রায় দুই শতাধিক কর্মী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ রেহানা নিবেদিত এই চলচ্চিত্রটি দেখেন। একযোগে দেশব্যাপী ব্যাংকের ১ হাজার ২৭৬ টি শাখা-উপশাখায় চলচ্চিত্রটি ভার্চুয়ালি প্রদর্শনের আয়োজন করা হয়।

jagonews24

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী শাহ এ সারওয়ার। এ সময় চলচ্চিত্রটির প্রযোজক লিটন হায়দার শুভেচ্ছা স্মারক হিসেবে মহামান্য রাষ্ট্রপতি জনাব মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাক্ষরিত চলচ্চিত্রটির পোস্টার ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের কাছে হস্তান্তর করেন। অনুষ্ঠানে ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালকসহ শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এসএনআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।