দুটি প্রতিষ্ঠানের সিএসআর পুরস্কার বিতরণ


প্রকাশিত: ১০:৩৬ এএম, ১৭ মার্চ ২০১৬

৬ষ্ঠ ‘স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক ও ফিন্যান্সিয়াল এক্সপ্রেস কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি (সিএসআর) অ্যাওয়ার্ড’ বিতরণ করা হয়েছে। বুধবার রাজধানীর হোটেল ওয়েস্টিনের বলরুমে আয়োজিত এক এ অনুষ্ঠানে পুরস্কার বিতরণ করা হয়।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুুল মুহিত এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান ।

বাংলাদেশে কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি- (সিএসআর) কার্যক্রমে অসামান্য অবদানের জন্য অর্থমন্ত্রী আবুল মাল আবদুুল মুহিত এবং অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নাননের কাছ থেকে পুরস্কার গ্রহণ করেন ইপিলিয়ন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রিয়াজ উদ্দিন আল মামুন এবং পিএইচপি পরিবারের চেয়ারম্যান আলহাজ সুফী মোহাম্মদ মিজানুর রহমান।

অনুষ্ঠানে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের সিইও আবরার এ আনোয়ার বলেন, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে, লাভজনক প্রতিষ্ঠানগুলোর সিএসআর কার্যক্রম বাংলাদেশের টেকসই উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সরকার ও এনজিওগুলোর কার্যক্রমকে আরও উৎসাহিত করবে।

তিনি অারো বলেন, আমরা এই কার্যক্রমের মাধ্যমে সমজে একটি ইতিবাচক প্রভাব তৈরি করতে পারব এবং একই সঙ্গে জনগণ ও সমাজকে সঙ্গে নিয়ে আমাদের ব্যবসায়িক কার্যক্রমকে এগিয়ে নিয়ে যেতে পারব।

এসময় ‘স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক ও ফিন্যান্সিয়াল এক্সপ্রেস কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি (সিএসআর) অ্যাওয়ার্ড’ কমিটির পক্ষ থেকে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের সিইও আবরার এ আনোয়ারের কাছ থেকে সিএসআর ক্রেস্ট গ্রহণ করেন প্রধান অতিথি অর্থমন্ত্রী আবুল মাল আবদুুল মুহিত এবং বিশেষ অতিথি অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান।

এসএ/এসকেডি/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।