ট্রেজারি কর্মকর্তাদের পাসপোর্টের কপি সংরক্ষণের নির্দেশ


প্রকাশিত: ০৮:৩৯ এএম, ২৩ মার্চ ২০১৬
ফাইল ছবি

বাণিজ্যিক ব্যাংকগুলোর ট্রেজারি বিভাগ ও তহবিল ব্যবস্থাপনায় যেসব কর্মকর্তা কর্মরত রয়েছেন তাদের পাসপোর্টের কপি সংরক্ষণের নির্দেশ দিয়েছেন গভর্নর ফজলে কবির। বুধবার ব্যাংক মালিকদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস (বিএবি) এর প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাতকালে তিনি এ নির্দেশ দেন।

সাক্ষাৎ শেষে বিএবি এর চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার বলেন, আমরা শুভেচ্ছা বিনিময় করতে এসেছিলাম। আমাদের ভালো আলোচনা হয়েছে।

নিরাপত্তা প্রসঙ্গে সংক্ষিপ্ত আলোচনা হয়েছে জানিয়ে তিনি বলেন, গভর্নর মহোদয় ব্যাংকগুলোকে সতর্ক হতে বলেছেন। যারা ট্রেজারি বিভাগ ও ফান্ড ম্যানেজমেন্ট বিভাগে কাজ করে তাদের পাসপোর্টের কপি ও বিস্তারিত পরিচয় সংরক্ষণের নির্দেশ দিয়েছেন। একইসঙ্গে এসব বিভাগে জনবল পদায়নের (পোস্টিং) ক্ষেত্রে জেনে-বুঝে ও খোঁজ খবর নেওয়ার কথা বলেছেন।

বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার মজুদ চুরির ঘটনাকে বড় ধরনের বিপর্যয় উল্লেখ করে তিনি বলেন, এটি একটি বড় ধরনের ঘটনা। টাকার অংক যাই হোক, রিজার্ভের চুরি হওয়া অর্থ উদ্ধার হবে এটাই আমাদের আশা।

এসআই/আরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।