বেশি দামে আলু বিক্রি
চট্টগ্রামে ৪ আড়তদারকে ৯৫ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামে বেশি দামে আলু বিক্রির অভিযোগে চার আড়তকে ৯৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সোমবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে নগরীর চান্দগাঁও থানার কাপ্তাই রাস্তার মাথা ও মোহরা এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। অভিযানে আলুর পাশাপাশি পেঁয়াজ ও ডিমের মূল্যও তদারকি করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা।
অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক ফয়েজ উল্লাহ। এসময় জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নাসরিন আকতার অভিযানে অংশ নেন।
অভিযানে মূল্য তালিকা প্রদর্শন না করা, ক্রয় ভাউচার দেখাতে না পারায় ও বেশি দামে আলু বিক্রির অপরাধে আবদুল বারেক ট্রেডার্সকে ৫ হাজার, ফেনী বাণিজ্যালয়কে ৩০ হাজার টাকা, মোহরা বাণিজ্যালয়কে ৩০ হাজার টাকা এবং বার আউলিয়া বাণিজ্যালয়কে ৩০ হাজার জরিমানা করা হয়।
এ বিষয়ে উপ-পরিচালক ফয়েজ উল্লাহ বলেন, মোহরা ও কাপ্তাই রাস্তার মাথা এলাকার আড়তগুলোতে প্রতিকেজি আলু পাইকারিতে ৩৮ থেকে ৪০ টাকা এবং খুচরায় ৪৫ থেকে ৪৭ টাকা দরে বিক্রি করা হচ্ছিল। এজন্য চার প্রতিষ্ঠানকে ৯৫ হাজার টাকা জরিমানা করা হয়।
তিনি বলেন, এখানকার ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে এখানে কমিশনে আলু বিক্রি করা হয়। আবার সরকারি নির্দেশনা অমান্য করে মুন্সিগঞ্জ থেকে আলুর মূল্য নির্ধারণ করে দেওয়া হয়। এখানকার কিছু ব্যবসায়ী ওই দামের চেয়ে বেশি দামে আলু বিক্রি করার চেষ্টা করেন। এসময় ফেনী বাণিজ্যালয়কে সাময়িক বন্ধ করা হয়। পরে সরকারি নির্দেশনা মেনে ব্যবসা করার প্রতিশ্রুতি দিলে খুলে দেওয়া হয়।
ইকবাল হোসেন/এমএএইচ/