কৃষিপণ্য রপ্তানি

রপ্তানিকারকদের সঙ্গে হর্টেক্স ফাউন্ডেশনের সভা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯:২৭ এএম, ২৫ সেপ্টেম্বর ২০২৩

দেশের কৃষিপণ্যের রপ্তানি বাড়াতে পাঁচ বছর মেয়াদি কৌশল নির্ধারণে রপ্তানিকারকদের সঙ্গে মতবিনিময় সভা করেছে হর্টেক্স ফাউন্ডেশন।

রোববার (২৪ সেপ্টেম্বর) হর্টেক্স ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক ড. সৈয়দ মো. রফিকুল আমিনের সভাপতিত্বে হর্টেক্স সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সম্প্রসারণ অণুবিভাগ) রবীন্দ্রশ্রী বড়ুয়া। বিশেষ অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের সদস্য পরিচালক ড. মো. আবদুছ ছালাম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্ভিদ সঙ্গনিরোধ উইংয়ের পরিচালক ড. মো. রেজাউল করিম।

সভায় কার্যপত্র উপস্থাপন করেন হর্টেক্স ফাউন্ডেশনের যুগ্ম পরিচালক (বিপণন) মিটুল কুমার সাহা।

সভায় হর্টেক্স ফাউন্ডেশনের পরিচালনা পর্ষদের দুই পরিচালক; বাংলাদেশ ফ্রুটস, ভেজিটেবলস অ্যান্ড এলাইড প্রডাক্টস এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন; বাংলাদেশ অ্যাগ্রো প্রসেসরস অ্যাসোসিয়েশন; বাংলাদেশ পটেটো এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন; বাংলাদেশ ফ্লাওয়ার্স অ্যাসোসিয়েশন; বাংলাদেশ ফ্লাওয়ার্স গ্রোয়ার্স এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা সভায় উপস্থিত থেকে শাকসবজি, ফলমূল, আলু, ফুল ও বিভিন্ন প্রক্রিয়াজাত কৃষিপণ্যের সার্বিক রপ্তানি উন্নয়ন ও হর্টেক্স ফাউন্ডেশনের পাঁচ বছর মেয়াদি কৌশল নির্ধারণে গুরুত্বপূর্ণ মতামত ও পরামর্শ প্রদান করেন।

রপ্তানিকারকরা বিভিন্ন কৃষিপণ্যের গুণগত মান, সংগ্রহোত্তর ব্যবস্থাপনা, প্যাকেজিং ও আন্তর্জাতিক বাজার সংযোগ উন্নয়ন এবং আমদানিকারক দেশের চাহিদা ও শর্ত সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করে রপ্তানি উন্নয়নের পরিকল্পনা গ্রহণের সুপারিশ প্রদান করেন। এছাড়া সভায় কৃষিপণ্যের রপ্তানি উন্নয়নে ফসল ভিত্তিক কর্ম পরিকল্পনা গ্রহণ, এগ্রিকালচারাল মার্চেন্ডাইজিং ও কুলচেইন ব্যবস্থাপনার পথ নকশা তৈরির ওপর গুরুত্বারোপ করা হয়।

আরও পড়ুন>> ইউরোপ-আমেরিকা যাচ্ছে কিশোরগঞ্জের তোয়ালে

হর্টেক্স ফাউন্ডেশনকে কারিগরি এবং আর্থিকভাবে শক্তিশালী করা প্রয়োজন বলে সভায় উপস্থিত সবাই অভিমত ব্যক্ত করেন। এর ফলে কৃষিপণ্যের উৎপাদন, সংগ্রহোত্তর ব্যবস্থাপনা ও বিপণন সহজতর হবে এবং সার্বিক রপ্তানিতে ইতিবাচক প্রভাব পড়বে।

দেশীয় ও আন্তর্জাতিক বাজারের চাহিদা অনুযায়ী তাজা শাকসবজি, ফলমূল, আলু, ফুল, পান ও অন্যান্য প্রক্রিয়াজাত কৃষিপণ্যের গুণগতমান উন্নয়ন ও ভোক্তার সন্তুষ্টি সাধনে ফসল উৎপাদন থেকে শুরু করে সংগ্রহোত্তর ব্যবস্থাপনা এবং বিপণন পর্যন্ত বিভিন্ন ক্ষেত্রে বিশেষায়িত ও কারিগরি সেবা প্রসারিত করার লক্ষ্যে হর্টেক্স ফাউন্ডেশন ১৯৯৩ সালে প্রতিষ্ঠিত হয়। হর্টেক্স ফাউন্ডেশন আন্তর্জাতিক মানের প্যাকেজিং, শীতাতপ নিয়ন্ত্রিত কৃষিপণ্য পরিবহনসহ রপ্তানিকারকদের রপ্তানি সংক্রান্ত বাজার তথ্য ও প্রযুক্তিগত সেবা প্রদানের পাশাপাশি সংশ্লিষ্ট উদ্যোক্তা ও ভ্যালুচেইন অংশীজনদের দক্ষতা উন্নয়নে কাজ করে আসছে।

এনএইচ/ইএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।