ঢাকায় হেলথকেয়ার এক্সপো শুরু বৃহস্পতিবার

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০১:৩৫ পিএম, ২৫ সেপ্টেম্বর ২০২৩

আগামী বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) থেকে ঢাকায় শুরু হচ্ছে তিন দিনব্যাপী ‘বাংলাদেশ ইন্টারন্যাশনাল হেলথকেয়ার এক্সপো-২০২৩’। ৩০ সেপ্টেম্বর পর্যন্ত চলা এ এক্সপোতে বাংলাদেশের পাশাপাশি আরও ছয়টি দেশের হাসপাতাল ও হেলথকেয়ার পরিষেবা দেওয়া প্রতিষ্ঠান অংশ নেবে। সকাল ১০ টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চলা এ এক্সপোতে দর্শনার্থীরা বিকেল ৫টা পর্যন্ত বিনামূল্যে প্রবেশ করতে পারবেন।

সোমবার (২৫ সেপ্টেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরই) সংবাদ সম্মেলন করে এক্সপোর উদ্যোক্তা সংস্থা সুবিধা ইন্টারন্যাশনাল ও এমপ্যাথি সলিউশন’র পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সুবিধা ইন্টারন্যাশনালের মালিক মুরাদ হোসাইন এবং এমপ্যাথি সলিউশনের (ইন্ডিয়া) পরিচালক দীলিপ কুমার চোপড়া।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন মুরাদ হোসাইন। তিনি বলেন, আগামী ২৮-৩০ সেপ্টেম্বর ঢাকার শাহবাগে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব কনভেনশন হলে ভিন্নধর্মী ইন্টারন্যাশনাল হেলথকেয়ার এক্সপো ২০২৩ অনুষ্ঠিত হবে। বাংলাদেশসহ ভারত, নেপাল, ইরান, তুরস্ক, হাইল্যান্ড ও মালয়েশিয়া হাসপাতাল ও হেলথকেয়ার পরিষেবা প্রদানকারী প্রতিষ্ঠান ৩ দিনব্যাপী এ এক্সপোতে অংশগ্রহণ করবে।

তিনি বলেন, তিন দিনের এক্সপোতে অনুষ্ঠিত হবে অন্তত ১০টি স্বাস্থ্যবিষয়ক ইন্টারঅ্যাক্টিভ ওয়ার্কশপ, প্যানেল ডিসকাশন। যাতে অংশগ্রহণ করবেন বিভিন্ন স্পেশালিটির দেশি-বিদেশি প্রথিতযশা চিকিৎসক, চিকিৎসা বিজ্ঞানী, গবেষক। দেশের চিকিৎসা খাতে স্ব ক্ষেত্রে অবদানের জন্য উল্লেখযোগ্য সংখ্যক খ্যাতনামা চিকিৎসককে দেওয়া হবে সম্মাননা ও রিওয়ার্ড।

সেই সঙ্গে থাকছে এনএবিএইচ (ন্যাশনাল অ্যাক্রিডিটেশন বোর্ড ফর হসপিটালস অ্যান্ড হেলথকেয়ার প্রোভাইডার) কর্তৃক চিকিৎসক, হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার, মেডিকেল ভ্যালু ট্র্যাভেল ফ্যাসিলিটেটরসহ হেলথ সেক্টরের শতাধিক পেশাজীবীদের জন্য সম্পূর্ণ বিনা মূল্যে এনএবিএইচ স্ট্যান্ডার্ড ও কোয়ালিটি বিষয়ে ট্রেনিং প্রোগ্রাম ও সনদ দেওয়া হবে- বলে জানান মুরাদ হোসাইন।

তিনি বলেন, এক্সপোতে নেতৃস্থানীয় হাসপাতাল, ওয়েলনেস সেন্টার, স্বাস্থ্যসেবা প্রদানকারীরা প্রতিষ্ঠান, ফার্মাসিউটিক্যালস ও তাদের অত্যাধুনিক প্রযুক্তি, পণ্য প্রদর্শিত হওয়ার পাশাপাশি টেলিমেডিসিন অগ্রগামী হেলথ সেক্টরের বৈপ্লবিক অগ্রগতিও অংশগ্রহণকারী ও ভিজিটররা প্রত্যক্ষ করতে পারবেন। সুযোগ থাকবে নিজেদের পেশাগত দক্ষতা তুলে ধরার একই সঙ্গে নিজেদের অধিকতর সমৃদ্ধ করারও।

এক্সপোর প্রধান উপদেষ্টা স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক অধ্যাপক ডা. শাহ মনির হোসেন। এছাড়া অন্য উপদেষ্টারা হলেন ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজমুল হক, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. মো. খলিলুর রহমানসহ আন্তর্জাতিক পরিমণ্ডলে সুপরিচিত দেশি-বিদেশি প্রথিতযশা হেলথকেয়ার ব্যক্তিত্ব।

তিনি বলেন, এক্সপোর আন্তর্জাতিক সহায়তাকারী হিসেবে রয়েছেন, ফাউন্ডেশন অব হেলথকেয়ার অ্যান্ড ওয়েলনেস প্রমোশন, হেলথ ট্যুরিজম ডেভেলপমেন্ট সেন্টার অফ ইসলামিক কান্ট্রিজ, ফেডারেশন অফ ইন্ডিয়ান চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির এবং সার্ভিস এক্সপোর্ট প্রমোশন কাউন্সিল অব ইন্ডিয়া। এর বিভিন্ন সেশনে থাকবেন বাংলাদেশ সরকারের মন্ত্রিপরিষদ সদস্য, সংশ্লিষ্ট বিভাগের সচিবসহ উচ্চপদস্থ সরকারি ও বেসরকারি স্বাস্থ্য খাতের কর্মকর্তা, নীতিনির্ধারকরা।

তিনি আরও বলেন, বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জন সামন্ত লাল সেন, স্নায়ুরোগ বিশেষজ্ঞ কাজী দীন মোহাম্মদ এবং শিশু বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মোহাম্মদ শহিদুল্লাহসহ আরও ১৭ জনকে চিকিৎসককে সম্মাননা দেওয়া হবে।

এমএএস/জেএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।