নিকোল ক্লিনজেন

অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করতে মানব পুঁজি উন্নয়নের বিকল্প নেই

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮:৫৭ এএম, ০৩ অক্টোবর ২০২৩

বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের গতি ত্বরান্বিত করতে মানব পুঁজি উন্নয়নের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বিশ্বব্যাংকের সাউথ এশিয়া রিজিওনাল ডিরেক্টর ফর হিউম্যান ডেভেলপমেন্ট নিকোল ক্লিনজেন।

সোমবার (২ অক্টোবর) ঢাকার সাভার ও ধামরাইয়ের পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) পরিচালিত রেইজ প্রকল্পের কার্যক্রম পরিদর্শনকালে একথা বলেন তিনি। পিকেএসএফের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নিকোল ক্লিনজেন বলেন, বিশ্বব্যাংক, স্বাস্থ্য, শিক্ষা, চাকরি এবং সামাজিক নিরাপত্তাবেষ্টনী কর্মসূচিতে প্রয়োজনীয় বিনিয়োগ করছে যেন মানুষ বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখার সুযোগ পায়। এ লক্ষ্য পূরণে বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ করতে পেরে আমরা অত্যন্ত গর্বিত ও আনন্দিত।

jagonews24

নিকোল ক্লিনজেন আরও বলেন, আজকে পিকেএসএফয়েরর মাঠ পর্যায়ের কার্যক্রম দেখে আমি অত্যন্ত সন্তুষ্ট। রেইজ প্রকল্পের সহায়তায় তরুণরা দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে তাৎপর্যপূর্ণ অবদান রাখার সুযোগ পাচ্ছে।

এসময় তার সঙ্গে ছিলেন বিশ্বব্যাংকের রেইজ প্রকল্পের টাস্ক টিম লিডার এস আমের আহমেদ, কো-টাস্ক টিম লিডার আনিকা রহমান এবং পিকেএসএফয়ের মহাব্যবস্থাপক ও রেইজ প্রকল্প সমন্বয়কারী দিলীপ কুমার চক্রবর্তী।

পিকেএসএফ গত ফেব্রুয়ারি থেকে ২৫০ মিলিয়ন মার্কিন ডলারের রেইজ প্রকল্প বাস্তবায়ন শুরু করে। পাঁচ বছর মেয়াদি এ প্রকল্পের আওতায় ১ লাখ ৭৫ হাজার তরুণ ও ক্ষুদ্র উদ্যোক্তার সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি অন্তর্ভুক্তিমূলক অর্থায়ন করা হচ্ছে।

তরুণদের শোভন ও মর্যাদাপূর্ণ কর্মসংস্থানে যুক্ত হওয়ার সুযোগ সৃষ্টির মাধ্যমে রেইজ প্রকল্প সরকারের প্রেক্ষিত পরিকল্পনা ২০২১-২০৪১ ও টেকসই উন্নয়ন (এসডিজি) অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

এনএইচ/এসএনআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।