বাণিজ্যমেলায় বিশেষ ছাড়ে হরেক রকম ফার্নিচার
চলছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার ২৮তম আসর। মেলার শুরুর দিকে ক্রেতা দর্শনার্থীর চাপ কম থাকলেও শেষ সময়ে বেড়েছে। মেলা উপলক্ষে এবারও পারটেক্স, হাতিল, হাইটেক, নাদিয়া, নাভানা, রিগ্যালসহ সব প্যাভিলিয়নের ফার্নিচারে চলছে বিশেষ ছাড়। মেলা উপলক্ষে সব ফার্নিচারে রয়েছে অন্তত ৫-২০ শতাংশ পর্যন্ত ছাড়। সেইসঙ্গে মেলায় কিস্তিতে বিভিন্ন ব্র্যান্ডের আসবাবপত্র কেনার সুযোগও রয়েছে। এর ফলে ক্রেতা-দর্শনার্থীদের নজর কাড়ছে এসব ফার্নিচার।
বুধবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে সরেজমিনে গিয়ে বাণিজ্যমেলায় ফার্নিচারের বিভিন্ন স্টলে এমনই চিত্র দেখা যায়। মেলা উপলক্ষে বিভিন্ন কোম্পানি ফার্নিচারে চলছে রকমারি ছাড়। এসব ফার্নিচারের মধ্যে রয়েছে- বেড, বেড সাইড টেবিল, সোফা সেট, সেন্টার টেবিল, আলমারি, ড্রেসিং টেবিল শো-কেস, কুইন বেড, ড্রেসিং টেবিল, ডাইনিং সেট, কফি টেবিল থেকে শুরু করে নানা ধরনের ফার্নিচার।

আব্দুস সালাম নামে এক ক্রেতা বলেন, প্রতিবছরের মতো এবারও মেলায় এসেছি। গতবার কোনো ফার্নিচার কেনা না হলেও এবার কেনা হবে। মেলায় সাজানো প্রত্যেকটি ফার্নিচারই দেখতে খুব সুন্দর। তাই, দ্বিধায় পড়ে গিয়েছি কোন কোম্পানির ফার্নিচার কিনলে ভালো হয়।
পরিবার নিয়ে মেলায় আসা তৌকির আহমেদ নামে আরেক ক্রেতা বলেন, মেলায় সবসময় ছাড়ের ছড়াছড়ি চলে। তাই কয়েকটি ফার্নিচার কিনে নিয়ে যাবো ভাবছি।
রিয়াজুল ইসলাম নামে এক দর্শনার্থী বলেন, বন্ধুবান্ধবদের নিয়ে মেলায় এসেছি। প্রত্যেকটি ফার্নিচার দেখতে অনেক সুন্দর। তাই ছবি তুলে নিচ্ছি।
নাদিয়া ফার্নিচারের ইনচার্জ মেহেদী হাসান বলেন, শুরু থেকেই আমরা ক্রেতাদের ভালো সাড়া পাচ্ছি। তবে, গত বছরের তুলনায় এবার বিক্রি বেশি।

পারটেক্স স্টলের ইনচার্জ মাসুম পারভেজ বলেন, মেলা উপলক্ষে আমাদের প্যাভিলিয়নে নানা ছাড় চলছে। মেলার শুরুর দিকে ক্রেতাদের চাপ কম থাকলেও এখন চাপ বেড়েছে। আশা করছি, শেষের ৪-৫ দিন ক্রেতাদের চাপ আরও বাড়বে।
মেলায় এবার যাতায়াতের সুবিধার জন্য মেট্রোরেল ও এলিভেটেড এক্সপ্রেসওয়ের সঙ্গে সংযুক্ত করতে ফার্মগেট থেকে বাসের ব্যবস্থা করা হয়েছে। উত্তরা ও মতিঝিল থেকে যারা মেলায় আসবেন তারা মেট্রোরেলে এসে ফার্মগেট থেকে বাসে এক্সপ্রেসওয়ে দিয়ে সোজা মেলায় চলে আসতে পারেন সেই সুবিধা রাখা হয়েছে। এছাড়া সাধারণ দর্শনার্থীদের সুবিধার্থে কুড়িল বিশ্বরোড থেকে মেলা পর্যন্ত বিআরটিসি ও কয়েকটি যাত্রীবাহী বাসের ডেডিকেটেড সার্ভিসের ব্যবস্থা করা হয়েছে। মেলা চলাকালীন এ বাস সার্ভিস চালু থাকবে।
রাশেদুল ইসলাম রাজু/এমএএইচ/জিকেএস