বাণিজ্যমেলায় বিভিন্ন কোম্পানির ফ্রিজে আকর্ষণীয় ছাড়

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ)
প্রকাশিত: ০৪:৩৯ পিএম, ১৫ ফেব্রুয়ারি ২০২৪

জমে উঠেছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলার ২৮তম আসর। মেলার শুরুর দিকে ক্রেতা-দর্শনার্থীর আনাগোনা কম থাকলেও দিন গড়ানোর সঙ্গে সঙ্গে বেড়েছে ক্রেতার চাপ। এদিকে এবারের মেলায় যমুনা, ওয়ালটন, মিনিস্টারসহ কয়েকটি কোম্পানি ফ্রিজে চলছে আকর্ষণীয় ছাড়। চোখ ধাঁধানো একেকটা ফ্রিজ দেখে মুগ্ধ হচ্ছেন ক্রেতা দর্শনার্থীরা।

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) সরেজমিনে গিয়ে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলায় এমন চিত্র দেখা গেছে। সরেজমিনে দেখা যায়, মেলা উপলক্ষে বিভিন্ন কোম্পানির ফ্রিজে ৫ শতাংশ থেকে শুরু করে সর্বোচ্চ ২০ শতাংশ ছাড় দেওয়া হয়েছে। প্যাভিলিয়নগুলোতে ১৫ হাজার থেকে শুরু করে ১ লাখ টাকারও ফ্রিজ পাওয়া যাচ্ছে।

বাণিজ্যমেলায় বিভিন্ন কোম্পানির ফ্রিজে আকর্ষণীয় ছাড়

আমিনুল ইসলাম নামে এক ক্রেতা বলেন, বাসার জন্য কয়েক মাস ধরেই চিন্তা করেছিলাম একটি ফ্রিজ কিনবো। তাই মেলা থেকে বিশেষ ছাড়ে একটি ফ্রিজ কিনে নিলাম।

সিদ্ধিরগঞ্জ থেকে মেলায় এসেছেন রিনা আক্তার। তিনি বলেন, এবারের মেলায় যেসব ফ্রিজ পাওয়া যাচ্ছে প্রত্যেকটি দেখতে অনেক সুন্দর। দাম একটু বেশি মনে হলেও একটা কিনবো ভেবেছি।

ওয়ালটন প্যাভিলিয়নের ইনচার্জ রেজাউল করীম বলেন, মেলা উপলক্ষে আমাদের কোম্পানির ফ্রিজগুলোতে সবসময় ছাড় দিয়ে থাকি। এবারও তার ব্যতিক্রম ঘটেনি। মেলার শুরু থেকেই ক্রেতাদের ভালো সাড়া পাচ্ছি।

বাণিজ্যমেলায় বিভিন্ন কোম্পানির ফ্রিজে আকর্ষণীয় ছাড়

মিনিস্টার প্যাভিলিয়নের ইনচার্জ আলমগীর হোসেন বলেন, এবার মেলায় আমরা বিভিন্ন ডিজাইনের ফ্রিজ নিয়ে হাজির হয়েছি। এসব ফ্রিজে নানা অত্যাধুনিক সুবিধা রয়েছে। যাতায়াতের সুবিধার্থে যে কেউ এখান থেকে বিশেষ ছাড়ে ফ্রিজ ক্রয় করে কাছের শোরুম থেকে বুঝে নিতে পারবেন।

এবারের বাণিজ্যমেলায় দেশীয় পণ্যের পাশাপাশি ভারত, পাকিস্তান, তুরস্ক, ইরান, হংকং, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুরসহ বিভিন্ন দেশ অংশ দিয়েছে। মেলায় এসব দেশের বস্ত্র, মেশিনারিজ, কার্পেট, কসমেটিকস অ্যান্ড বিউটি এইডস, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস, ফার্নিচার, পাট ও পাটজাত পণ্য, গৃহসামগ্রী, চামড়া/আর্টিফিশিয়াল চামড়া ও জুতাসহ চামড়াজাতপণ্য, স্পোর্টস গুডস, স্যানিটারি ওয়্যার, খেলনা, স্টেশনারি, ক্রোকারিজ, প্লাস্টিক, মেলামাইন পলিমার, হারবাল ও টয়লেট্রিজ, ইমিটেশন জুয়েলারি, প্রক্রিয়াজাত খাদ্য, ফাস্টফুড, হস্ত-শিল্পজাত পণ্য, হোম ডেকর ইত্যাদি পণ্যমেলায় প্রদর্শিত হবে। পণ্য প্রদর্শনের পাশাপাশি দেশীয় পণ্য রপ্তানির বড় বাজার খোঁজার লক্ষ্য রয়েছে।

রাশেদুল ইসলাম রাজু/এমএএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।