বাণিজ্যমেলায় বিদেশি কার্পেটে মুগ্ধ ক্রেতা-দর্শনার্থী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ)
প্রকাশিত: ০৭:৩৪ পিএম, ১৫ ফেব্রুয়ারি ২০২৪

চলছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলার ২৮তম আসর। অন্যান্য বারের মতো এবারও মেলার বিভিন্ন স্টল-প্যাভিলিয়নে শোভা পেয়েছে নিত্যপ্রয়োজনীয় নানা জিনিসপত্র। তবে এর মধ্যে বিদেশি বিভিন্ন কার্পেটে নজর কাড়ছে ক্রেতা-দর্শনার্থীর। কাশ্মীরি কার্পেট, তার্কিশ কার্পেট ও ইন্ডিয়ান সিল্ক কার্পেট কর্তৃপক্ষ কার্পেটের বিশাল সমারোহ নিয়ে মেলায় হাজির হয়েছে।

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) সরেজমিনে সন্ধ্যায় ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলায় এমন চিত্র দেখা যায়।

জানা যায়, মেলা উপলক্ষে এসব প্যাভিলিয়নের প্রত্যেকটি কার্পেটে ৫ শতাংশ থেকে শুরু করে ২০ শতাংশ পর্যন্ত ছাড় চলছে। ছাড় দিয়ে এসব কার্পেট ৫ হাজার টাকা থেকে শুরু করে আড়াই লাখ টাকায় বিক্রি হচ্ছে। এখানে সিল্ক, কটন থেকে শুরু করে সব ধরনের কার্পেট রয়েছে। তবে, অধিকাংশ ক্রেতাদের চাহিদা একটু কম দামের কার্পেটে।

সোহেল রানা নামে এক ক্রেতা জানান, এসব প্যাভিলিয়নে দাম একটু বেশি হলেও কার্পেটগুলো অসাধারণ। এগুলো ব্যবহারের পাশাপাশি বাসার সৌন্দর্যবর্ধন করে। তাই দুটো তার্কিশ কার্পেট কিনে নিলাম।

বন্ধু-বান্ধবদের নিয়ে মেলায় আসা আফজাল হোসেন বলেন, কার্পেটগুলো দেখতে সুন্দর হলেও দাম বেশি। ছবি তুলে নিচ্ছি।

প্যাভিলিয়ন ইনচার্জরা বলেন, এবারও বিভিন্ন কার্পেটে ছাড় দিচ্ছি। বেচাকেনা কিছুটা কম থাকলেও ছুটির দিনে বেচাকেনা ভালো হয়। আশা করছি, শেষের কয়েকদিন ক্রেতাদের চাপ বাড়বে।

দেশীয় পণ্যের প্রচার, প্রসার, বিপণন ও উৎপাদনে সহায়তার পাশাপাশি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির উদ্দেশ্যে বাণিজ্য মন্ত্রণালয় ও রপ্তানি উন্নয়ন ব্যুরোর যৌথ উদ্যোগে ১৯৯৫ সাল থেকে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা আয়োজন করা হচ্ছে। মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত চলছে। সাপ্তাহিক ছুটির দিন চলছে রাত ১০টা পর্যন্ত। মেলায় প্রবেশ ফি ধরা হয়েছে বড়দের জন্য ৫০ টাকা, শিশুদের ২৫ টাকা।

রাশেদুল ইসলাম রাজু/এমএএইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।