বাণিজ্যমেলা

অ্যালুমিনিয়ামের ফার্নিচারে চলছে ২০ শতাংশ ছাড়

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ)
প্রকাশিত: ০২:৪৩ পিএম, ২০ ফেব্রুয়ারি ২০২৪

চলছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলার ২৮তম আসর। আর কয়েক ঘণ্টা পর পর্দা নামবে মাসব্যাপী এ মেলার।

এবারের মেলায় বিভিন্ন স্টল প্যাভিলিয়নে শোভা পেয়েছে নানা ধরনের পণ্য সামগ্রী। এর মধ্যে ক্রেতাদের নজর কাড়ছে অ্যালুমিনিয়ামের ফার্নিচার। বিশেষ ছাড় দিয়ে বিক্রি হচ্ছে এইসব ফার্নিচার।

সোমবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলায় সরেজমিনে গিয়ে এমন চিত্রই লক্ষ্য করা যায়।

জানা যায়, মেলা উপলক্ষে অ্যালয় অ্যালুমিনিয়ামের ফার্নিচারের প্রোডাক্টগুলো ৫ থেকে ২০ শতাংশ পর্যন্ত ছাড় দিয়ে বিক্রি করা হচ্ছে। এইসব ফার্ণিচারের মধ্যে রয়েছে বেড, ফ্লাইডিং আলমারি, ডিনার ওয়াগন, ড্রেসিং টেবিল, ওয়্যারড্রোব, কেবিনেট, ফুল ফ্রেম আয়না।

অ্যালুমিনিয়ামের ফার্নিচারে চলছে ২০ শতাংশ ছাড়

আড়াইহাজার থেকে পরিবার নিয়ে মেলায় আসা ইব্রাহিম হোসেন নামের এক ক্রেতা বলেন, অ্যালুমিনিয়ামের ফার্নিচার আমার সবসময় প্রিয়। গতবার মেলায় এসে অ্যালুমিনিয়ামের বেড কেনা হয়েছিল। এবার একটি ড্রেসিং টেবিল কিনে নিয়ে যাচ্ছি।

প্যাভিলিয়ন ইনচার্জ নাসির উদ্দিন বলেন, অন্য সব ফার্নিচারের তুলনায় অ্যালয় অ্যালুমিনিয়ামের ফার্নিচারগুলো সম্পূর্ণ ব্যতিক্রম। মেলার শুরু থেকেই আমরা ক্রেতাদের ভালো সাড়া পাচ্ছি। আশা করছি শেষ সময় পর্যন্ত এমন সাড়া পাবো।

এবারের বাণিজ্যমেলায় দেশীয় পণ্যের পাশাপাশি ভারত, পাকিস্তান, তুরস্ক, ইরান, হংকং, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুরসহ বিভিন্ন দেশ অংশ নিযেছে। মেলায় এসব দেশের বস্ত্র, মেশিনারিজ, কার্পেট, কসমেটিকস অ্যান্ড বিউটি এইডস, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস, ফার্নিচার, পাট ও পাটজাত পণ্য, গৃহসামগ্রী, চামড়া/আর্টিফিসিয়াল চামড়া ও জুতাসহ চামড়াজাত পণ্য, স্পোর্টস গুডস, স্যানিটারি ওয়্যার, খেলনা, স্টেশনারি, ক্রোকারিজ, প্লাস্টিক, মেলামাইন পলিমার, হারবাল ও টয়লেট্রিজ, ইমিটেশন জুয়েলারি, প্রক্রিয়াজাত খাদ্য, ফাস্টফুড, হস্তশিল্পজাত পণ্য, হোম ডেকর ইত্যাদি পণ্য মেলায় প্রদর্শিত হচ্ছে।

আরআইআর/এসআইটি/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।