কর্মসংস্থান ব্যাংকের পর্ষদে মোস্তাফা কামাল, আবু ছালেহকে অব্যাহতি

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৬:২৫ পিএম, ২২ জানুয়ারি ২০২৫

সাবেক অতিরিক্ত সচিব মো. মোস্তাফা কামাল মজুমদারকে কর্মসংস্থান ব্যাংকের পরিচালনা পর্ষদের পরিচালক পদে নিয়োগ দিয়েছে সরকার। একই সঙ্গে আবু ছালেহ মুহাম্মদ ফেরদৌস খানকে ব্যাংকটির পরিচালক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

বুধবার (২২ জানুয়ারি) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে এ সংক্রান্ত দুটি পৃথক নির্দেশনা জারি করা হয়েছে। এই নির্দেশনায় সই করেছেন উপসচিব আফছানা বিলকিস।

আবু ছালেহ মুহাম্মদ ফেরদৌস খানকে অব্যাহতি দেওয়া নির্দেশনায় বলা হয়েছে, কর্মসংস্থান ব্যাংকের পরিচালনা বোর্ডে পরিচালকের পদ থেকে আবু ছালেহ মুহাম্মদ ফেরদৌস খানকে নির্দেশক্রমে অব্যাহতি দেওয়া হলো। জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

অন্যদিকে মো. মোস্তফা কামাল মজুমদারকে ব্যাংকটির পরিচালক করার সংক্রান্ত আদেশে বলা হয়েছে, কর্মসংস্থান ব্যাংক আইন ১৯৯৮ এর ধারা ৯(১)(খ) অনুযায়ী সাবেক অতিরিক্ত সচিব মো. মোস্তফা কামাল মজুমদারকে কর্মংস্থান ব্যাংকের পরিচালনা বোর্ডে পরিচালক হিসেবে তার যোগাদনের তারিখ থেকে পরবর্তী ৩ বছরের জন্য নিয়োগ দেওয়া হলো। জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এমএএস/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।