ইবতেদায়ি মাদরাসার এমপিও নীতিমালা প্রকাশ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮:২৭ পিএম, ২৫ জুন ২০২৫

স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা স্থাপন, পাঠদান, জনবল কাঠামো ও এমপিও নীতিমালা প্রকাশ করা হয়েছে। স্বীকৃতি পেতে ইবতেদায়ি মাদরাসায় কত শিক্ষার্থী থাকতে হবে এবং বার্ষিক পরীক্ষায় কতজনকে পাস করতে হবেসহ বিভিন্ন শর্ত উল্লেখ করা হয়েছে। এছাড়া প্রধান শিক্ষকসহ অন্যান্য শিক্ষকদের বেতন-ভাতা কত হবে, তাও রয়েছে এ নীতিমালায়।

বুধবার (২৫ জুন) সন্ধ্যায় এ নীতিমালা প্রকাশ করে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ। এতে সই করেছেন কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব ড. খ ম কবিরুল ইসলাম।

নীতিমালায় মাদরাসার স্থাপনের জন্য এলাকাভেদে দূরত্ব, জমির পরিমাণ ও ব্যক্তির নামে নামকরণের জন্য নির্দিষ্ট ফি বেঁধে দেওয়া হয়েছে। একই সঙ্গে পাঠদানের অনুমতির জন্য মাদরাসার ভবন, তহবিল ও পাঠাগার সংক্রান্ত শর্ত উল্লেখ করা হয়েছে।

স্বীকৃতির জন্য এলাকাভেদে শিক্ষার্থী সংখ্যা, পরীক্ষায় অংশগ্রহণ ও বার্ষিক পরীক্ষায় প্রতি শ্রেণিতে পাস করতে বলে শর্ত দেওয়া হয়েছে। এছাড়া শিক্ষক- কর্মচারী নিয়োগের যোগ্যতা অভিজ্ঞতা ও বেতন স্কেল নির্ধারণ করা হয়েছে। আবেদনের সঙ্গে প্রয়োজনীয় কাগজপত্র সম্পর্কেও নীতিমালায় স্পষ্ট নির্দেশনা রয়েছে।

এএএইচ/এমএএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।