ইউজিসির নিয়োগ পরীক্ষা স্থগিত
দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সহকারী পরিচালক/ সহকারী সচিব পদে নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে। আজ শুক্রবার এ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
শুক্রবার (১৯ ডিসেম্বর) সকালে ইউজিসির জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক ড. শামসুল আরেফিনের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, অনিবার্য কারণে এ নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে। পরীক্ষার নতুন তারিখ পরবর্তীতে জানানো হবে।
আরও পড়ুন
ব্যাংকের সিনিয়র অফিসার পদের পরীক্ষা স্থগিত
১৫ ফেব্রুয়ারি পর্যন্ত বিমানবন্দর এলাকায় ড্রোন উড্ডয়ন নিষিদ্ধ
ইউজিসি সূত্র জানায়, বিজ্ঞাপিত ১৫টি পদের বিপরীতে মোট ৭ হাজার ৩৫১ জন চাকরিপ্রার্থী আবেদন করেছেন। তাদের পরীক্ষা হওয়ার কথা ছিল।
তবে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যু এবং পরবর্তী পরিস্থিতি বিবেচনায় নিয়ে তা স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে ইউজিসি।
এএএইচ/কেএসআর