ঢাকা বোর্ড
‘কলেজে ভর্তির সুযোগ চাই’ লেখা প্ল্যাকার্ড হাতে ফেল করাদের বিক্ষোভ

চলতি বছরের এসএসসি পরীক্ষায় ফেল করা শিক্ষার্থীরা রাজধানীর বকশিবাজারে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন।
সোমবার (১৪ জুলাই) বিকেল ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত তারা সেখানে অবস্থান নেন। এ সময় তাদের হাতে ‘কলেজে ভর্তির সুযোগ চাই’, ‘সাপ্লিমেন্টারি পরীক্ষা চাই’, ‘এমসিকিউ ও সিকিউ মিলিয়ে ফলাফল চাই’ লেখা প্ল্যাকার্ড দেখা যায়।
বোর্ডের সামনে অবস্থান নেওয়া শিক্ষার্থীরা বলেন, এ বছর ৬ লাখের বেশি শিক্ষার্থী ফেল করেছে। এটা কীভাবে সম্ভব? এত শিক্ষার্থীকে ফেল করিয়ে দেওয়ায় বোর্ডের দায় আছে। আমরা এ বিষয়টি তদন্তের দাবি জানাচ্ছি।
তারা আরও বলেন, আমরা চাই, আমাদের সাপ্লিমেন্টারি পরীক্ষার ব্যবস্থা করে দেওয়া হোক। পাশাপাশি আমরা কলেজে ভর্তি হতে চাই। তা না হলে আমাদের এক বছর সময় নষ্ট হবে।
এর আগে ফেল করা পরীক্ষার্থীরা বিক্ষোভে নামার ঘোষণা দিয়েছিলেন। ১১ জুলাই রাতে ‘এসএসসি পরীক্ষা ২০২৫ ব্যাচের ফেল করা পরীক্ষার্থীদের পক্ষে’ গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ দাবি জানিয়ে কর্মসূচি ঘোষণা দেওয়া হয়।
শিক্ষার্থীরা জানান, শুধু এমসিকিউ অংশে ১-২ নম্বর কম থাকায় তারা ফেল করেছেন। যদিও রচনামূলক অংশে তাদের নম্বর ৪০ থেকে ৫০-এর বেশি। ফলে এক বছরের জন্য তারা শিক্ষা কার্যক্রম থেকে ছিটকে পড়েছেন।
রচনামূলক ও এমসিকিউ আলাদা আলাদা পাসের নিয়মের কারণে এ বছর প্রায় ছয় লাখ শিক্ষার্থী ফেল করেছেন। তারা মনে করছেন, এ নিয়ম অমানবিক। শিক্ষাব্যবস্থার সংস্কার ছাড়াই এটি কার্যকর করা হয়েছে।
সাপ্লিমেন্টারি পরীক্ষার দাবি তোলা এসএসসিতে ফেল করা শিক্ষার্থীরা আরও বলেন, যেসব শিক্ষার্থী তিন বিষয়ের মধ্যে ফেল করেছেন, তাদের জন্য আগামী ১-২ মাসের মধ্যে সাপ্লিমেন্টারি পরীক্ষার ব্যবস্থা করা হলে অধিকাংশই উত্তীর্ণ হবেন। এতে করে শিক্ষার্থীরা মানসিকভাবে ভেঙে পড়া ও সমাজের অবহেলার শিকার হওয়া থেকে রক্ষা পাবেন।
এএএইচ/এমআরএম