৭ কলেজে ভর্তি আবেদনের শুরুতেই হোঁচট, ভোগান্তিতে শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৭:১৯ পিএম, ০৩ আগস্ট ২০২৫
ফাইল ছবি

প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধীনে রাজধানীর সাতটি সরকারি কলেজে স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী- রোববার (৩ আগস্ট) দুপুর ১২টা থেকে অনলাইনে আবেদন শুরুর কথা ছিল। তবে শিক্ষার্থীরা নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন করতে পারছেন না বলে অভিযোগ করেছেন।

ভর্তিচ্ছু শিক্ষার্থীরা বলছেন, তারা ভর্তি বিজ্ঞপ্তিতে থাকা ওয়েবসাইটে প্রবেশ করেই মূলপাতায় (হোম পেজ) সেই পুরোনো তথ্যই দেখতে পারছেন। সেখানে গার্হস্থ্য অর্থনীতিসহ ঢাবির অধিভুক্ত বিভিন্ন প্রকৌশল কলেজে ভর্তির তথ্য-উপাত্ত দেখানো হচ্ছে। সাত কলেজভুক্ত তিনটি ইউনিটের তথ্য ভেতরে দেখা গেলেও তাতে এইচএসসির রোল-রেজিস্ট্রেশন নম্বর দিয়ে প্রবেশ করা যাচ্ছে না।

দুপুরের পর থেকে চেষ্টা করেও আবেদন না করতে পারা দুজন ভর্তিচ্ছু শিক্ষার্থী জাগো নিউজকে জানান, ভর্তি বিজ্ঞপ্তিতে থাকা ওয়েবসাইটে প্রবেশ করে কিছুই বুঝতে পারছেন না তারা। সেখানে ভর্তি নির্দেশিকা থাকলে লগ ইন করতে সমস্যা হচ্ছে। বারবার চেষ্টা করেও লগ ইন করার পর ‘এরর’ দেখাচ্ছে। ফলে তারা আবেদন করতে পারেননি।

আরও পড়ুন

বিষয়টি নিয়ে জানতে চাইলে সাত কলেজের অন্তর্বর্তী প্রশাসক অধ্যাপক এ কে এম ইলিয়াস জাগো নিউজকে বলেন, ‘আজ দুপুর ১২টা থেকে আমাদের আবেদন শুরু হয়েছে। আমরা যতটুকু জানি, আবেদন করা যাচ্ছে। কারণ কোনো শিক্ষার্থী আমাদের কাছে অভিযোগ করেনি।’

ওয়েবসাইটে প্রবেশ করলে পুরোনো হোম পেজ ও তথ্য দেখানোর বিষয়ে তিনি বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে আমরা এক দফা আবেদন নিয়েছিলাম। সেসময় ৩৮ হাজার আবেদনের তথ্য-উপাত্ত ওয়েবসাইটে রয়ে গেছে। সেজন্য আমরা ওই ওয়েবসাইটে আবেদন নিচ্ছি। আবেদন শেষে বুয়েটের তৈরি করা নতুন ওয়েবসাইটে এসব তথ্য-উপাত্ত সরিয়ে নেওয়া হবে।’

৭ কলেজে ভর্তি আবেদনের শুরুতেই হোঁচট, ভোগান্তিতে শিক্ষার্থীরা

শিক্ষার্থীরা ওয়েবসাইটে প্রবেশ করে কিছুই বুঝতে পারছেন না-এমন অভিযোগ প্রসঙ্গে সাত কলেজের প্রশাসক বলেন, ‘এটা তো হওয়ার কথা নয়। অবশ্যই ওয়েবসাইট শিক্ষার্থীদের কাছে বোধগম্য হতে হবে। কেন এখনো এটা ঠিক করা হয়নি, পুরোনো তথ্য সরানো হয়নি, তা নিয়ে দ্রুত আইটি টিমের সঙ্গে কথা বলবো এবং এটা অতিসত্বর ঠিক করা হবে।’

এদিকে, প্রকাশিত ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী, ৩ আগস্ট দুপুর ১২টা থেকে ১০ আগস্ট রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদন করতে পারবেন শিক্ষার্থীরা।

ভর্তিচ্ছু শিক্ষার্থীরা ভর্তির জন্য নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে আবেদন করতে পারবেন। এবার আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ৮০০ টাকা।

শিক্ষার্থীরা কলা ও সামাজিক বিজ্ঞান, বিজ্ঞান এবং ব্যবসায় শিক্ষা- এ তিনটি ইউনিটে আবেদন করতে পারবেন। আবেদনের যোগ্যতাসহ ভর্তি সংক্রান্ত সব বিস্তারিত তথ্য ওয়েবসাইটে সংশ্লিষ্ট ইউনিটের ভর্তি নির্দেশিকায় পাওয়া যাবে।

আবেদনপ্রক্রিয়া শেষে আগামী ২২ আগস্ট শুক্রবার বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

পরদিন ২৩ আগস্ট শনিবার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিজ্ঞান ইউনিট এবং বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত ব্যবসায়ী শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

শিক্ষার্থীদের দাবির মুখে কমলো আসন

সাত কলেজে স্নাতকে এবার ভর্তির কথা ছিল ২১ হাজার ৫৬৩ জন শিক্ষার্থী। তবে ঢাবির অধিভুক্তি বাতিলের পর শিক্ষার্থীরা আসন কমানোর দাবি তোলেন। তারপরও এবার আসনসংখ্যা আগের মতো রেখে ভর্তি শেষ করতে চেয়েছিল কর্তৃপক্ষ। তবে শিক্ষার্থীদের দাবির মুখে সেই সিদ্ধান্ত থেকে সরে এসে আসন কমানো হয়েছে।

ওয়েবসাইটে প্রকাশিত ভর্তি নির্দেশিকায় সাত কলেজের ইউনিটভিত্তিক আসন জানিয়েছে কর্তৃপক্ষ। সেখানে তিনটি ইউনিট মিলিয়ে মোট আসন রাখা হয়েছে ১১ হাজার ১৫০টি।

এএএইচ/ইএ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।