২১ ঘণ্টা পর প্রাথমিকের ৫ শিক্ষককে ছেড়ে দিলো পুলিশ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২:৫৭ পিএম, ০৯ নভেম্বর ২০২৫

রাজধানীর শাহবাগ থেকে আটক প্রাথমিক বিদ্যালয়ের আন্দোলনরত ৫ জন সহকারী শিক্ষককে ছেড়ে দিয়েছে পুলিশ। রোববার (৯ নভেম্বর) দুপুর ১টার দিকে প্রায় সব ২১ ঘণ্টা পর তাদের ছেড়ে দেয় শাহবাগ থানা পুলিশ।

পুলিশের হেফাজত থেকে মুক্ত শিক্ষকরা হলেন- জয়পুরহাটের সহকারী শিক্ষক ও সরকারি প্রাথ‌মিক বিদ্যালয় সহকারী শিক্ষক ১০ম গ্রেড বাস্তবায়ন সমন্বয় প‌রিষদের সমন্বয়ক মু. মাহবুবুর রহমান, পটুয়াখালীর নজরুল ইসলাম লিটন, জয়পুরহাটের আক্কেলপুরের আব্দুল কাদের, ধামরাইয়ের শরিফুল ইসলাম ও কুমিল্লার সোহেল রানা।

২১ ঘণ্টা পর প্রাথমিকের ৫ শিক্ষককে ছেড়ে দিলো পুলিশ

আরও পড়ুন
দুই উপদেষ্টার পদত্যাগ দাবি শিক্ষকদের
শিক্ষকরা কর্মবিরতিতে, ক্লাসের বাইরে প্রাথমিকের ১ কোটি শিক্ষার্থী

প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের সদস্য সায়েদুর রহমান আকন্দের জিম্মায় তাদের মুক্তি দেওয়া হয়। জিম্মানামায় উল্লেখ করা হয়েছে, জিজ্ঞাসাবাদ শেষে ৫ জন শিক্ষককে জিম্মায় মুক্তি দেওয়া হলো।

এর আগে শনিবার বিকেল ৪টার দিকে রাজধানীর শাহবাগ মোড়ে প্রাথমিক শিক্ষকদের কলম সমর্পণ কর্মসূচি থেকে তাদের আটক করে পুলিশ।

এএএইচ/বিএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।