‘শান্তিচুক্তি’ ভঙ্গ করে ফের সংঘর্ষে জড়ালো ঢাকা-আইডিয়াল কলেজ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১:৫১ এএম, ০৯ ডিসেম্বর ২০২৫
সংঘর্ষে জড়ালো ঢাকা কলেজ ও ধানমন্ডি আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা

ঢাকা কলেজ ও ধানমন্ডি আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা ‘শান্তিচুক্তি’ ভঙ্গ করে ফের সংঘর্ষে জড়িয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) রাজধানীর ল্যাবএইড হাসপাতালের পেছনের সড়কে সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা৷

আইনশৃঙ্খলা বাহিনীর সূত্র জানিয়েছে, মঙ্গলবার সকাল ৯টার দিকে ল্যাবএইড হাসপাতালের পেছনের সড়কে ঢাকা কলেজের ৮ থেকে ১০ জন শিক্ষার্থী লাঠি হাতে আইডিয়াল কলেজের দাঁড়িয়ে থাকা ছাত্রদের ধাওয়া দিলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের সূত্রপাত হয়।

পরে নিউমার্কেট থানা পুলিশ দুই কলেজের শিক্ষার্থীদের কলেজ ক্যাম্পাসে ফিরিয়ে দেয়। এ ঘটনাকে কেন্দ্র করে আইডিয়াল কলেজের এক শিক্ষার্থীকে নিউমার্কেট থানায় নিয়ে যায় পুলিশ। ওই শিক্ষার্থীর পরীক্ষা থাকায় তাকে আইডিয়াল কলেজের অধ্যক্ষের কাছে হস্তান্তর করে পুলিশ।

পরে সকাল সাড়ে ১০টার দিকে সায়েন্সল্যাব এলাকায় ঢাকা কলেজের একটি বাসে আইডিয়াল কলেজের কয়েকজন শিক্ষার্থী হামলা চালায়। এতে ঢাকা কলেজের কয়েকজন ছাত্র আহত হয়। এই খবর ঢাকা কলেজ ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে কলেজের দেড় শতাধিক শিক্ষার্থী লাঠি-স্ট্যাম্প নিয়ে আইডিয়াল কলেজের সামনে এসে কলেজটির শিক্ষার্থীদের ওপর হামলা করে। এরপর দুই কলেজের শিক্ষার্থীরা সংঘর্ষে জড়িয়ে পড়ে।

পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা বাহিনী ২টি সাউন্ড গ্রেনেড এবং ৫টি টিয়ারশেল নিক্ষেপ করে। সংঘর্ষের ঘটনায় একজন পুলিশ সদস্য আহত হন। পরে ওই পুলিশ সদস্যকে ল্যাবএইড হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়।

বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। ঢাকা কলেজের শিক্ষার্থীরা ক্যাম্পাসে ফিরে গেলেও আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা সেন্ট্রাল রোডে জড়ো হয়ে আছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

প্রায়ই সায়েন্সল্যাব এলাকায় ঢাকা কলেজ, আইডিয়াল কলেজ ও ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয়। এতে ওই এলাকায় তীব্র যানজটের পাশাপাশি সাধারণ মানুষকে চরম ভোগান্তিতে পড়তে হয়।

গত ৯ নভেম্বর নিউমার্কেট থানা পুলিশের মধ্যস্থতায় ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের নিয়ে একটি মৌখিক ‘শান্তিচুক্তি’ হয়েছিল। আর মারামারি করবেন না বলে তখন প্রতিজ্ঞা করেছিলেন তারা।

এনএস/জেএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।