শাবির ৩ হল থেকে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার


প্রকাশিত: ০১:২৩ পিএম, ১৭ জানুয়ারি ২০১৫

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) তিনটি হলে অভিযান চালিয়ে রামদা, চায়নিজ কুড়াল, চাকু ও রডসহ বিপুল পরিমাণ দেশি অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। শনিবার বেলা ১২টা থেকে বিশ্ববিদ্যালয়ের শাহপরান, বঙ্গবন্ধু ও সৈয়দ মুজতবা আলী হলে সাড়ে ছয় ঘণ্টার এ অভিযান চালানো হয়।
 
জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার হোসেন জানান, নির্বাহী ম্যাজিস্ট্রেট কামাল হোসেনের নেতৃত্বে জালালাবাদ থানা পুলিশ শনিবার বেলা ১২টা দিকে বিশ্ববিদ্যালয়ের তিনটি হলে অভিযান শুরু করে। সাড়ে ৬ ঘণ্টার অভিযানে বিশ্ববিদ্যালয়ের শাহপরান, বঙ্গবন্ধু ও সৈয়দ মুজতবা আলী হল থেকে ১২৪টি রড, ৮১টি পাইপ, ৫৫টি রামদা, ১০টি চাকু ও ১টি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়।
 
সৈয়দ মুজতবা আলী হলের প্রভোস্ট সহকারী অধ্যাপক ফারুক উদ্দিন জানান, গত ১০ জানুয়ারি অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী শনিবার হলগুলোতে অভিযান চালানো হয়েছে।
 
তিনি জানান, ওই সভার সিদ্ধান্ত অনুযায়ী প্রায় দুই মাস বন্ধ থাকার পর রোববার বিশ্ববিদ্যালয় খুলছে। রোববার সকাল ১০টা থেকে বিশ্ববিদ্যালয়ের ছাত্র হলগুলো খুলে দেওয়া হবে। তবে শুধু বৈধ ছাত্রদেরই হলে ঢুকতে দেওয়া হবে। এছাড়া শনিবার সকাল ১০টা থেকে বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলগুলো খুলে দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
 
প্রসঙ্গত, গত ২০ নভেম্বর শাবি শাখা ছাত্রলীগের দুই গ্রুপের হল দখল নিয়ে সংঘর্ষে শোভন কুমার দাশ নামে বহিরাগত এক ছাত্রলীগ কর্মী গুলিবিদ্ধ হয়ে নিহত হয়। আহত হয় প্রক্টরসহ ২০ জন। ওই ঘটনার পর বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।