অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষা শুরু ১৭ ডিসেম্বর


প্রকাশিত: ১২:৩৬ পিএম, ২০ নভেম্বর ২০১৬

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৫ সালের চতুর্থ বর্ষের অনার্স বিএ, বিএসএস, বিবিএ ও বিএসসি পরীক্ষা আগামী ১৭ ডিসেম্বর শুরু হবে।

রোববার জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

চতুর্থ বর্ষের এ পরীক্ষা ২৮ জানুয়ারি পর্যন্ত চলবে। প্রতিদিন দুপুর ১টা থেকে পরীক্ষা শুরু হবে। পরীক্ষার বিস্তারিত সময়সূচি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.nubd.info/part4) থেকে জানা যাবে।

অন্যদিকে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষে এলএলবি ১ম পর্ব ভর্তিকৃত শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্ড অনলাইনের মাধ্যমে ১৬ নভেম্বর থেকে দেয়া শুরু হয়েছে। এই প্রক্রিয়া আগামী ৩০ নভেম্বর পর্যন্ত চলবে।

বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.nu.edu.bd/admissions/regicard) থেকে লিঙ্কে প্রবেশ করে (College login G Click) করতে হবে College Profile যাবে এর Notification link থেকে প্রাপ্ত User  Name ও Password ব্যবহার করে রেজিস্ট্রেশন কার্ড download করে সংগ্রহ করা যাবে।

আমিনুল ইসলাম/এআরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।