প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে কেরাত প্রতিযোগিতা


প্রকাশিত: ০১:০৮ পিএম, ১৭ জুন ২০১৭

পবিত্র রমজান মাস উপলক্ষে হবিগঞ্জ ও ঘোড়াশালে প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে কেরাত প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। শনিবার প্রাণ-আরএফএল গ্রুপের পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ১২ জুন ঘোড়াশাল ও ১৪ জুন হবিগঞ্জে এ প্রতিযোগিতার চূড়ান্ত স্কুল দুটির শিক্ষার্থীরা বিভিন্ন গ্রুপে অংশ নেয়। পরবর্তীতে প্রত্যেক গ্রুপে তিনজন বিজয়ীকে পুরস্কৃত করা হয়।

Pran

অনুষ্ঠানে প্রাণ-আরএফএল পাবলিক স্কুলের উপদেষ্টা সুপ্রিতা পাল, স্কুল ব্যবস্থাপনা কমিটির সদস্য ফারুখ হোসেন, ঘোড়াশাল প্রাণ-আরএফএল পাবলিক স্কুলের ভাইস প্রিন্সিপাল শাহ মো. জুয়েল রেজাসহ উভয় স্কুলের শিক্ষকরা উপস্থিত ছিলেন।

এমএমএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।