যশোর বোর্ডের অকৃতকার্য ৪ পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে


প্রকাশিত: ০২:১৯ পিএম, ২০ জুন ২০১৫

এসএসসি পরীক্ষার খাতা পুনঃনিরীক্ষণে যশোর বোর্ডের ১৮৪ শিক্ষার্থীর ফলাফল পরিবর্তন হয়েছে।  এরমধ্যে অকৃতকার্য ৮২ শিক্ষার্থী পাস করেছে।  যার মধ্যে ৪ জন জিপিএ-৫ পেয়েছে। শনিবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মাধব চন্দ্র রুদ্র।

সূত্র মতে, ৩০ মে সারাদেশে একযোগে এসএসসি’র ফলাফল প্রকাশ হয়।  এরপর পুনঃনিরীক্ষণের জন্য যশোর বোর্ডের ১৬ হাজার ৩৮৩ জন শিক্ষার্থী আবেদন করে।  শনিবার পুনঃনিরীক্ষণের ফলাফল প্রকাশ করেছে শিক্ষা বোর্ড।  এরমধ্যে ১৮৪ শিক্ষার্থীর ফলাফল পরিবর্তন হয়েছে।  এতে পূর্বে অকৃতকার্য ৮২ শিক্ষার্থী পাস করেছে।  আর অকৃতকার্য ৪ শিক্ষার্থী জিপিএ-৫ পয়েছে।  আর এই ৪ জনসহ পূর্বে রেজাল্ট খারাপ করা ৯৯ শিক্ষার্থী জিপিএ-৫ এর তালিকায় নাম লিখিয়েছে।  

যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মাধব চন্দ্র রুদ্র বলেন, ফেল করা ১০২৩৩২ রোল নম্বরধারী কম্পিউটারে অকৃতকার্য হয়েছিল।  পুনঃনিরীক্ষণের পর সে পাস করার পাশাপাশি জিপিএ-৫ পেয়েছে।  অনুরূপ ১০৬৩৪০ রোল নাম্বার ধারী শারীরিক শিক্ষায় অকৃতকার্য হয়েছিল। সে পাস করার করার পাশাপাশি জিপিএ-৫ পেয়েছে।  আর ১২২১২৫ ও ১১৪৪৪৯ রোল নম্বরধারী জীববিজ্ঞানে অকৃতকার্য হয়।  কিন্তু তারা পাস করার পাশাপাশি জিপিএ-৫ পেয়েছে।  

মিলন রহমান/এমএএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।