সাংবাদিক ওবায়দুল হকের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক


প্রকাশিত: ১১:১০ এএম, ২০ জুলাই ২০১৫
ফাইল ছবি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা চট্টগ্রামের প্রবীণ সাংবাদিক এম ওবায়দুল হকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। সোমবার এক শোক বার্তায় প্রধানমন্ত্রী বলেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর এম ওবায়দুল হকের মৃত্যুতে দেশ একজন সাহসী সাংবাদিককে হারালো।

প্রধানমন্ত্রী আরো বলেন, মহান ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধে তার অবদান জাতি গভীর কৃতজ্ঞতার সাথে স্মরণ করবে। প্রধানমন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।

এসএ/এসএইচএস/এমআরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।