জাবির পরীক্ষার সময়সূচির পরিবর্তন


প্রকাশিত: ১১:১৬ এএম, ০৫ নভেম্বর ২০১৪

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৬ নভেম্বর অনুষ্ঠিতব্য সকল পরীক্ষা স্থগিত করা হয়েছে। বুধবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশন দফতরের ভারপ্রাপ্ত পরিচালক মো. ফয়জুল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অনিবার্য কারণবশত জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৬ নভেম্বর অনুষ্ঠিতব্য সকল পরীক্ষা স্থগিত করা হয়েছে। এছাড়া ২০১৩ সালের ১ম বর্ষ অনার্স এর ৩০ অক্টোবর, ৩ ও ৬ নভেম্বর তারিখের স্থগিতকৃত সকল পরীক্ষা যথাক্রমে ১১, ১৩ ও ১৫ নভেম্বর, এবং ২০১২ সালের ৪র্থ বর্ষ অনার্স এর ৬ নভেম্বরের স্থগিতকৃত পরীক্ষা ৮ নভেম্বর অনুষ্ঠিত হবে।

অন্যান্য পরীক্ষার তারিখ ও সময় অপরিবর্তিত থাকবে বলে ওই সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।