তথ্য গোপন করে দ্বিতীয় বিয়ে, শিক্ষকের বিরুদ্ধে তদন্তের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক মানিকগঞ্জ
প্রকাশিত: ১১:৩৯ এএম, ১৯ এপ্রিল ২০২১

স্ত্রী-সন্তান থাকা সত্ত্বেও প্রথম বিয়ের তথ্য গোপন করে ‘অবিবাহিত’ সেজে দ্বিতীয় বিয়ে করার অভিযোগ উঠেছে নারায়ণ চন্দ্র মণ্ডল নামে এক কলেজ শিক্ষকের বিরুদ্ধে। তিনি মানিকগঞ্জের বিচারপতি নুরুল ইসলাম কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক।

ঘটনা সরেজমিন তদন্ত করে প্রতিবেদন দিতে রোববার (১৮ এপ্রিল) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি) ঢাকা অঞ্চলের পরিচালক ও সহকারী পরিচালককে (কলেজ শাখা) নির্দেশ দেয়া হয়েছে। অধিদফতরের সহকারী পরিচালক মো. আব্দুল কাদেরের সই করা এক চিঠিতে এ নির্দেশ দেয়া হয়।

অধিদফতরের আদেশে উল্লেখ করা হয়েছে, ‘গত বছরের ৯ সেপ্টেম্বর মানিকগঞ্জের সদ্য জাতীয়করণ করা বিচারপতি নুরুল ইসলাম কলেজের শিক্ষক নারায়ণ চন্দ্র মণ্ডল তথ্য গোপন করে হিন্দু রেজিস্ট্রারের মাধ্যমে জয়শ্রী পাল নামে এক নারীকে বিয়ে করেন। পরবর্তীতে জয়শ্রী পাল জানতে পারেন নারায়ণ চন্দ্র বিবাহিত এবং প্রথম স্ত্রী-সন্তানকে ভারতে রেখে তথ্য গোপন করে অবিবাহিত সেজে তাকে তাকে বিয়ে করেন।’

আদেশের চিঠিতে আরও বলা হয়, ‘জয়শ্রী পাল কলেজ গভর্নিং বডি ও উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) কাছে অভিযোগ করে কোনো প্রতিকার পাননি। পরে শিক্ষকতা পেশার সঙ্গে জড়িত একজন ব্যক্তি প্রতারণার আশ্রয় নেয়ায় দৃষ্টান্তমূলক শাস্তির জন্য মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরে আবেদন করেন তিনি।’

এতে আরও বলা হয়েছে, ‘অভিযোগটি তদন্ত করে প্রতিবেদন দেয়ার জন্য ঢাকা অঞ্চলের পরিচালক ও সহকারী পরিচালককে (কলেজ) তদন্ত কর্মকর্তা নিয়োগ করা হয়। এমতাবস্থায় সরেজমিন তদন্ত করে সুস্পষ্ট মতামতসহ প্রতিবেদন দিতে নির্দেশ দেয়া হলো।’

এমএইচএম/এসএস/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।