এসএসসি জীববিজ্ঞান পরীক্ষা

নৈর্ব্যক্তিকের একটি প্রশ্ন বাংলা ভার্সনে এক, ইংরেজিতে আরেক

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৮:৩১ পিএম, ২৮ সেপ্টেম্বর ২০২২
ফাইল ছবি

ঢাকা শিক্ষা বোর্ডে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার জীববিজ্ঞানের বাংলা ও ইংরেজি ভার্সনের এমসিকিউ (নৈর্ব্যক্তিক) প্রশ্নে ভিন্নতা দেখা গেছে। ইংরেজি অনুবাদ করতে গিয়ে একই প্রশ্ন ভিন্ন অর্থ বোঝানো হয়েছে। পরীক্ষার্থী ও অভিভাবকদের অভিযোগ, অনেক পরীক্ষার্থী সেই প্রশ্নের উত্তর দিতে ভুল করেছে। কেউ আবার সঠিক উত্তর দিয়েও নম্বর পাওয়া নিয়ে দুশ্চিন্তায় পড়েছে।

বধুবার (২৮ সেপ্টেম্বর) এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। সেখানে প্রশ্নের এমন ভিন্নতা দেখা গেছে।

বিজ্ঞাপন

পরীক্ষার্থীরা জানায়, জীববিজ্ঞান বাংলা ভার্সনের এমসিকিউ পরীক্ষার ২৫ নম্বর প্রশ্নে বলা হয়েছে-মেয়েদের রজনিবৃত্তিকাল (Menopause) সাধারণত কত বছর বয়ষ থেকে শুরু হয়? এর উত্তরে ১২-১৯, ২২-৩০, ৩০-৪০ এবং ৪০-৫০ চারটি উত্তর দেওয়া হয়েছে। আবার একই বিষয়ে ইংরেজি ভার্সনে ১৭ নম্বর প্রশ্নে বলা হয়েছে- The beginning of menstrual cycle of girls is from the age of- (a) 12-19, (b) 22-30, (c) 30-40, (d) 40-50। এভাবে একই বিষয়ের পরীক্ষায় বাংলা ও ইংরেজি ভার্সনে দুই ধরনের প্রশ্ন করা হয়েছে।

ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের একাধিক পরীক্ষার্থী অভিযোগ করেন, একই বিষয়ের বাংলা এবং ইংরেজি ভার্সনে দুই ধরনের প্রশ্ন করা হয়েছে। ইংরেজিতে যে প্রশ্ন করা হয়েছে, বাংলাতে তার উল্টোটা করা হয়েছে। আমরা যারা সঠিক উত্তর দিয়েছি সেটির নম্বর কেটে দেওয়া হতে পারে বলে চিন্তা হচ্ছে। যদি উত্তরপত্র মূল্যায়ণকারী শিক্ষকরা প্রশ্নটির বুঝে নম্বর দেন তবে কোনো সমস্যা হবে না। সঠিক উত্তর দিয়েও যদি নম্বর কম পান তবে তারা অনেক পিছিয়ে পড়বেন বলেও আশঙ্কা করেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আইডিয়াল স্কুলের এক পরীক্ষার্থীর অভিভাবক বলেন, বাংলা এবং ইংরেজি ভার্সনে প্রশ্ন ভিন্ন হয়েছে। যার কারণে উত্তরও ভিন্ন হবে। বাংলা প্রশ্ন দেখে উত্তর তৈরি করা হলে ইংরেজি ভার্সনের পরীক্ষার্থী ক্ষতিগ্রস্ত হবে। একটি এমসিকিউ এর জন্য ১ দশমিক ৬৭ শতাংশ নম্বর পিছিয়ে পড়বে। জীববিজ্ঞানের এমসিকিউ এর উত্তর প্রস্তুত করার আগে অবশ্যই বাংলা এবং ইংরেজি প্রশ্ন দেখে মূল্যায়ণের দাবি জানান তিনি।

এ বিষয়ে জানতে চাইলে ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক আবুল বাশার জাগো নিউজকে বলেন, প্রতিদিন পরীক্ষার পর আমরা প্রশ্ন দেখে থাকি। আজ সেটি দেখা হয়নি, আগামীকাল বৃহস্পতিবার দেখা হবে। উত্তরপত্র মূল্যায়ণকারী শিক্ষকদের বিতরণ করার আগে প্রধান পরীক্ষকদের প্রশ্ন ও উত্তর কোথাও ভুলভ্রান্তি ও অসঙ্গতি থাকলে সেগুলো চিহ্নিত করা হয়। যদি জীববিজ্ঞানের বাংলা ও ইংরেজি বিষয়ের প্রশ্ন দুই ধরনের হয় তবে যারা সঠিক উত্তর দেবে সেটির নম্বর দেওয়া হবে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

জাগোনিউজের খবর পেতে ফলো করুন

তিনি বলেন, আগে বাংলা প্রশ্ন তৈরি করা হয়। পরে ইংরেজি ভার্সনের প্রশ্নটি বাংলা থেকে অনুবাদ করা হয়। কোনো ক্ষেত্রে অনুবাদ করতে গিয়ে দুই প্রশ্ন দুই ধরনের হলে প্রধান পরীক্ষকদের আলাদাভাবে সেগুলো বুঝিয়ে দেওয়া হয়। তারা সেভাবে নম্বর মূল্যায়ন করে থাকেন। শিক্ষার্থীরা যাতে কোনোভাবে বঞ্চিত না হয় সেটি আমরা গুরুত্ব দিয়ে থাকি। সঠিক উত্তর দিলে কেউ নম্বর থেকে বঞ্চিত হবে না বলেও জানান তিনি।

এমএইচএম/ইএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।