ব্যারিস্টার ফারজানার জামিন স্থগিত
জঙ্গি সংগঠন শহীদ হামজা ব্রিগেডকে কোটি টাকা অর্থায়নের অভিযোগে গ্রেফতার সুপ্রিমকোর্টের আইনজীবী ব্যারিস্টার ফারজানা শাকিলকে হাইকোর্টের দেয়া জামিন স্থগিত করেছেন সুপ্রিম কোর্টের চেম্বার জজ আদালত। একইসঙ্গে শুনানির জন্য আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে আবেদনটি পাঠিয়ে দেয়া হয়েছে। ২৯ ফেব্রয়ারি এ শুনানি অনুষ্ঠিত হবে।
গতকালই দুই মামলায় হাই কোর্ট থেকে জামিন পেয়েছিলেন ফারজানা। এরপর রাষ্ট্রপক্ষের করা আবেদনের ওপর শুনানি শেষে আপিল বিভাগের বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী তার জামিন স্থগিত করে আজ মঙ্গলবার এই আদেশ দিলেন। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
দুই মামলায় হাই কোর্ট থেকে জামিন পাওয়ার পর গতকাল ফারজানা শাকিলের আইনজীবী বলেছিলেন তার মুক্তিতে আরে কোনো বাধা নেই। তবে চেম্বার জজ আদালতের আজকের আদেশের ফলে তার মুক্তি আটকে গেল বলে জানিয়েছেন তার আইনজীবীরা।
নিম্ন আদালতে জামিন পেতে ব্যর্থ হয়ে গত ১০ জানুয়ারি হাইকোর্টে জামিন আবেদন করেন ব্যারিস্টার শাকিলা। তার আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত রুল জারি করেন। আইনজীবী ব্যারিস্টার শাকিলা ফারজানাকে কেন জামিন দেয়া হবে না, রুলে তা জানতে চেয়েছিলেন আদালত।
গত ১৮ অগাস্ট রাতে ঢাকার ধানমন্ডির একটি বাসা থেকে বিএনপি নেতা ও সাবেক হুইপ সৈয়দ ওয়াহিদুল আলমের মেয়ে ব্যারিস্টার শাকিলা ফারজানা এবং তার দুই সহযোগী আইনজীবী লিটন ও বাপনকে গ্রেফতার করে র্যাব-৭ এর সদস্যরা। পরে চট্টগ্রামের বাঁশখালী ও হাটহাজারী থানার দুই মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়।
সন্ত্রাস দমন আইনে দায়ের করা এই দুই মামলায় দুই সহযোগী আইনজীবী চট্টগ্রামের বিচারিক আদালত থেকে জামিন পেলেও জামিন হয়নি শাকিলার। পরে তিনি হাইকোর্টে জামিন আবেদন করেন।
এফএইচ/এনএফ/আরআইপি