ভবিষ্যৎ প্রজন্মের মূল লক্ষ্য হবে প্রযুক্তি আয়ত্ত করা


প্রকাশিত: ১১:৫৪ এএম, ২৭ ফেব্রুয়ারি ২০১৬

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, নতুন প্রজন্মের জন্য বর্তমান যুগের সঙ্গে সঙ্গতিপূর্ণ বিশ্বমানের শিক্ষা, জ্ঞান, দক্ষতা এবং প্রযুক্তি আয়ত্ব করাই হবে আমাদের ভবিষ্যত প্রজন্মের মূল লক্ষ্য। যারা এই দক্ষতা অর্জন করতে পারবে তারাই বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে টিকে থাকবে।

শনিবার দুপুরে জামালপুর সদরের নান্দিনা শেখ আনোয়ার হোসাইন কলেজের সুবর্ণজয়ন্তী উৎসবে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

কলেজ পরিচালনা পরিষদের সভাপতি সাবেক ভূমিমন্ত্রী রেজাউল করিম হীরার সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. বাকী বিল্লাহ, কলেজের প্রধান পৃষ্ঠপোষক শেখ আনোয়ার হোসাইন, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সভাপতি মারুফা আক্তার পপি প্রমুখ।

কলেজের সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে প্রায় পাঁচ হাজার প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী অংশ নেয়।

শুভ্র মেহেদী/এআরএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।