ভিকারুননিসার অধ্যক্ষ

অনলাইন-অফলাইনে ক্লাস নেওয়ায় ভালো করেছে মেয়েরা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪:০৩ পিএম, ০৮ ফেব্রুয়ারি ২০২৩

ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ কামরুন নাহার বলেছেন, ‘এইচএসসি পরীক্ষায় এবার আমাদের ফল সন্তোষজনক। শিক্ষার্থী ও শিক্ষকরা অনেক কষ্ট করেছেন। সেই অনুযায়ী শিক্ষার্থীরা ভালো রেজাল্টও করেছে।’ বুধবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে নিজ কার্যালয়ে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

কামরুন নাহার বলেন, ‘আমরা পরীক্ষার আগে মূল্যায়ন পরীক্ষা নিয়েছিলাম, কুইজ পরীক্ষা নিয়েছিলাম। অনলাইন ও অফলাইনে আমাদের ক্লাস হয়েছে। শিক্ষার্থীদের প্রস্তুত করার জন্য যা যা করা দরকার, আমরা সবকিছুই করেছি। এজন্যই ফলাফলও ভালো হয়েছে।’

অনলাইন-অফলাইনে ক্লাস নেওয়ায় ভালো করেছে মেয়েরা

শিক্ষার্থীদের উল্লাস/ছবি: জাগো নিউজ

তিনি বলেন, ‘মেয়েরা ১২ বছর তাদের প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি বিভিন্ন অপ্রাতিষ্ঠানিক শিক্ষা নিয়ে নিজেদের গড়ে তুলেছে। উচ্চশিক্ষা গ্রহণে নিজেদের তৈরি করার জন্য যা যা দরকার, তা আমাদের এখানে পেয়েছে। আমাদের শিক্ষার্থীদের উচ্চশিক্ষা গ্রহণের পথটিও সুগম হবে বলে প্রত্যাশা করি।’

আরও পড়ুন: ভিকারুননিসায় পাসের হার ৯৯.৮৩

এইচএসসি ও সমমান পরীক্ষায় ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ থেকে এ বছর দুই হাজার ৩৪৬ জন শিক্ষার্থী ফরমপূরণ করেন। এরমধ্যে অনুপস্থিত ছিলেন সাতজন। অকৃতকার্য হয়েছেন চারজন। উত্তীর্ণ হয়েছেন দুই হাজার ৩৩৫ জন। কলেজে পাসের হার ৯৯ দশমিক ৮৩ শতাংশ। আর জিপিএ-৫ পেয়েছেন দুই হাজার একজন।

আরও পড়ুন: এইচএসসিতে গড় পাসের হার ৮৫.৯৫ শতাংশ

বুধবার বেলা সাড়ে ১১টায় এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। এবার ঢাকা বোর্ডে পাসের হার ৮৭ দশমিক ৮০ শতাংশ। জিপিএ- ৫ পেয়েছে ৬২ হাজার ৪২১ জন। এবার পরীক্ষায় সারাদেশে মোট অংশগ্রহণকারী শিক্ষার্থী ছিলেন ১২ লাখ তিন হাজার ৪০৭ জন।

আরএসএম/এএএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।