কুমিল্লায় আরেক শিশুর বস্তাবন্দী মরদেহ উদ্ধার
কুমিল্লার মনোহরগঞ্জে রিয়াদ হোসেন (৯) নামে এক শিশুর বস্তাবন্দী মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সকাল ৭টার দিকে উপজেলা সদরের মনোহরগঞ্জ বাজারের পূর্বপাশে রাজের গড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত শিশু রিয়াদ উপজেলা সদরের দিশাবন্দ পশ্চিমপাড়া এলাকার রেস্টুরেন্ট কর্মচারী খোকন মিয়ার ছেলে এবং স্থানীয় দিশাবন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণির ছাত্র।
মনোহরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র ভট্ট জানান, মরেদেহ উদ্ধার করা হয়েছে। শিশুটির কপালে আঘাতের চিহ্ন রয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে।
উল্লেখ্য, এ নিয়ে গত ৪ দিনে কুমিল্লায় ৪টি শিশু হত্যার ঘটনা ঘটেছে। গত শনিবার কুমিল্লা মহানগরীর ঢুলিপাড়া এলাকায় বিশ্ববিদ্যালয় পড়ুয়া সৎ ভাইয়ের হাতে খুন হয় দুই শিশু এবং রোববার লাকসামের চুনাতি গ্রামে দুর্বৃত্তদের হাতে এক শিশু ও মঙ্গলবার মনোহরগঞ্জ বাজার থেকে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়।
কামাল উদ্দিন/এসএস/পিআর