ফোর্বসের সেরা ধনী বিল গেটস ষষ্ঠ জুকারবার্গ


প্রকাশিত: ০৮:৪৫ এএম, ০২ মার্চ ২০১৬

২০১৬ সালে বিশ্বের ধনী ব্যক্তিদের তালিকা তৈরি করেছে ফোর্বস। এটি ফোর্বসের ৩০ তম তালিকা। ধনীদের তালিকায় এবছরও প্রথম অবস্থানে আছেন বিল গেটস। এছাড়া তালিকার ষষ্ঠ অবস্থানে রয়েছেন জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ।

বিগত বছরের তুলনায় বিল গেটসের সম্পদের পরিমাণ ৪ দশমিক ২ বিলিয়ন কমলেও তৃতীয়বারের মতো প্রথম অবস্থানে রয়েছেন তিনি। এবছর তার সম্পদের পরিমাণ ৭৫ বিলিয়ন ডলার।

বিল গেটসের পরে শীর্ষ ১০ ধনীর তালিকায় আছেন :
২. জারা প্রতিষ্ঠানের আমানসিও অরতেগা। তার মোট সম্পদের পরিমাণ ৬৭ বিলিয়ন ডলার।
৩. বের্কসায়ার হাথাওয়ে প্রতিষ্ঠানের ওয়ারেন বাফেট। তার মোট সম্পদের পরিমাণ ৬০ দশমিক ৮ বিলিয়ন ডলার।
৪. কার্লোস স্লিম হিলু। টেলিকম কোম্পানীর মালিক তিনি। তার মোট আয় ৫০ বিলিয়ন ডলার।
৫. আমাজন.কমের জেফ বেজোস। তার সম্পদের পরিমাণ ৪৫ দশমিক ২ বিলিয়ন ডলার।
৬. ফেসবুকের প্রধান মার্ক জুকারবার্গ। তার সম্পদের পরিমাণ ৪৪ দশমিক ৬ বিলিয়ন ডলার।
৭. ওরাকলের লেরি এলিসন। তার সম্পদের পরিমাণ ৪৩ দশমিক ৬ বিলিয়ন ডলার।
৮. ব্লুমবার্গ এলপি কোম্পানির প্রধান মিখায়েল ব্লুমবার্গ। তার সম্পদের পরিমাণ ৪০ বিলিয়ন ডলার।

এছাড়া নবম এবং দশম অবস্থানে আছেন ডিভারসিফাইড কোম্পানির চার্লস কোচ ডেভিড কোচ। তাদের দুজনেরই সম্পদের পরিমাণ ৩৯ দশমিক ৬ বিলিয়ন ডলার।

তবে এবছর সবচেয়ে ভালো গেছে মার্ক জুকারবার্গের। তার মোট সম্পদের সঙ্গে এ বছর আরো ১১ দশমিক ২ বিলিয়ন যোগ করে ১৬ তম অবস্থান থেকে একেবারে ষষ্ঠ অবস্থানে চলে এসেছেন।

পরিবর্তনশীল শেয়ারবাজার, তেলের দামের নিম্নমূখীতা এবং শক্তিশালী ডলারের ওপর নির্ভর করেই ধনীদের এই তালিকা তৈরি করে ফোর্বস।

টিটিএন/এসআইএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।