চুয়াডাঙায় সড়ক দুর্ঘটনায় আহত যুবকের মৃত্যু
চুয়াডাঙার দামুড়হুদায় সড়ক দুর্ঘটনায় আহত শফিকুল ইসলাম (৩৫) নামে এক যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শুক্রবার রাতে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে তিনি মারা যান।
নিহতের পরিবারের সদস্যরা জানান, দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের মেম্বার আব্দুর রহমান এর ছেলে শফিকুল ইসলাম বৃহস্পতিবার যশোর থেকে দামুড়হুদা ফেরার পথে সড়ক দুর্ঘটনায় মারাত্মক আহত হয়। তাকে উদ্ধার করে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হলে শুক্রবার রাতে তার মৃত্যু হয়। শনিবার বিকেলে তার গ্রামের বাড়ি দামুড়হুদা উপজেলার পিরপুর গ্রামে মরদেহ দাফন করা হবে।
সালাউদ্দিন কাজল/এসএস/এমএস