তিউনিসিয়ায় সংঘর্ষে নিহত ৪৫
তিউনিসিয়ায় নিরাপত্তা বাহিনী এবং বন্দুকধারীদের মধ্যে সংঘর্ষে কমপক্ষে ৪৫ জন নিহত হয়েছে। সোমবার লিবিয়া সীমান্তের কাছে অবস্থিত তিউনিসিয়ান শহরে ওই সংঘর্ষের ঘটনা ঘটেছে।
দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ওই সংঘর্ষে হামলাকারীদের ২৮ সদস্য, ১০ সেনা এবং সাত বেসামরিক প্রাণ হারিয়েছে। সেনাবাহিনীর একটি ব্যারাকে আকস্মিক হামলা চালিয়েছিল বন্দুকধারীরা। তারা ভারী অস্ত্র এবং গ্রেনেড নিয়ে হামলা চালায়। ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার সময় সেনাবাহিনীর একটি এ্যাম্বুলেন্স চুরি করেছে হামলাকারীরা ।
ওই হামলার পর কর্তৃপক্ষ শহরটিতে কারফিউ জারি করেছে। সোমবার সন্ধ্যা পর্যন্ত কারফিউ চলবে।
টিটিএন/পিআর