ঢাকায় ক্যামব্রিজ আন্তর্জাতিক শিক্ষক প্রশিক্ষণ শুরু

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৬:১৫ পিএম, ১২ মে ২০২৩

রাজধানীর বিএএফ শাহীন ইংলিশ মিডিয়াম কলেজের (সেমস) তত্ত্বাবধানে ১৬ ইংলিশ মিডিয়াম স্কুলের ৫৬ জন শিক্ষককে নিয়ে আন্তর্জাতিক শিক্ষক প্রশিক্ষণ-২০২৩ শুরু হয়েছে।

শুক্রবার (১২ মে) ঢাকার গোল্ডেন ঈগল নার্সারি অডিটোরিয়ামে দুই দিনব্যাপী এ শিক্ষক প্রশিক্ষণের উদ্বোধন করা হয়।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এয়ার ভাইস মার্শাল মো. শরীফ উদ্দীন সরকার। এ ধরনের প্রশিক্ষণ আয়োজনের জন্য বিএএফ সেমসের উদ্যোগকে সাধুবাদ জানান তিনি।

এসময় অনুষ্ঠানে উপস্থিত বিএএফ সেমসের অধ্যক্ষ, ক্যামব্রিজের কান্ট্রি ম্যানেজার, ব্রিটিশ কাউন্সিলের ডাইরেক্টর (এক্সাম) ও উপস্থিত প্রশিক্ষণার্থীদের ধন্যবাদ জানান এ বিমান কর্মকর্তা। আগামীতে এ ধারা অব্যাহত থাকবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

স্বাগত বক্তব্যে কলেজের বিভিন্ন ক্ষেত্রে অর্জিত সাফল্য সম্পর্কে সবাইকে অবহিত করেন বিএএফ সেমসের অধ্যক্ষ গ্রুপ ক্যাপ্টেন মইনুল হক। তিনি বলেন, বাংলাদেশের ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর উন্নতির ক্ষেত্রে বিএএফ সেমসের এ জাতীয় পদক্ষেপে অংশগ্রহণ আরও বাড়বে।

অনুষ্ঠানে ক্যামব্রিজ কান্ট্রি ম্যানেজার এবং ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের ডাইরেক্টর (এক্সাম) এই প্রশিক্ষণ আয়োজনের জন্য বিএএফ শাহীন ইংলিশ মিডিয়াম কলেজের ভূয়সী প্রশংসা করেন।

টিটি/কেএসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।