তামিমের চতুর্থ অর্ধশত


প্রকাশিত: ১০:৪৩ এএম, ০৯ মার্চ ২০১৬

ক্রিকেট পরিবারের ছেলে টাইগারদের ওপেনার তামিম ইকবাল টি-টোয়েন্টি ক্যারিয়ারে দেখা পেলেন চতুর্থ অর্ধশতকের। বিশ্বকাপের বাছাই পর্বে নিজেদের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে ৩৬ বলে ৩ চার ২ ছয়ে অর্ধশত পূরণ করেন তামিম।

ভারতে শুরু হয়েছে আধুনিক ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় টি-টোয়েন্টি বিশ্বকাপের ৬ষ্ঠ আসর। তবে টি-টোয়েন্টি বিশ্বকাপে মূল আসরে খেলতে পারছে না বাংলাদেশ। তার আগে খেলতে হচ্ছে বাছাই পর্ব। নিজেদের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে টস হেরে ব্যাট করতে নেমে  টাইগাররা। এ রিপোর্ট লেখা পর্যন্ত পর্যন্ত বাংলাদেশ দলের সংগ্রহ ১৫ ওভারে ৫ উইকেটে ১১২ রান। ৬১ রান নিয়ে ব্যাট করছেন তামিম ইকবাল।

এমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।