হুমকির মুখে ৫০ হাজার একর বোরো


প্রকাশিত: ০৪:০৩ এএম, ১০ মার্চ ২০১৬

কক্সবাজারের চকরিয়া ও পেকুয়া উপজেলার প্রায় ৫০ হাজার একর জমির বোরো আবাদ হুমকির মুখে পড়েছে। চকরিয়ার মাতামুহুরী নদীর বাঘগুজারা পয়েন্টে স্থাপিত রাবার ড্যামের জোড়া ছিঁড়ে যাওয়ায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বুধবার দুপুরে পানির প্রবল চাপে জোড়া ছিঁড়ে গিয়ে লবণাক্ত পানি  ঢুকে পড়েছে মিঠা পানিতে। এ খবর এলাকায় ছড়িয়ে পড়ার পর কৃষকদের মাঝে ছড়িয়ে পড়েছে আতঙ্ক।

জানতে চাইলে বাঘগুজারা রাবার ড্যামের তদারককারী আবদুর রহিম জানান, ড্যামটি উদ্বোধনের পর এ পর্যন্ত চার বার রাবারের জোড়া ছিঁড়ে গেছে। বুধবার দুপুরের দিকে অস্বাভাবিক জোয়ারের পানির চাপে ড্যামটির চার স্প্যানের এক স্প্যানের রাবারের জোড়া ছিঁড়ে গেলে জোয়ারের পানি দ্রুত নদীর মিঠা পানির সাইডে ঢুকে পড়ে। বিষয়টি পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের জানানো হয়েছে।  

স্থানীয় বরইতলী ইউপি চেয়ারম্যান এটিএম জিয়াউদ্দিন চৌধুরী জিয়া বলেন, ‘মাতামুহুরী নদীতে দেশের বৃহত্তম বাঘগুজারা ড্যামটির মাধ্যমে চকরিয়া ও পেকুয়ার ১৫টি ইউনিয়নের ৫০ হাজার একর জমিতে প্রতি বছর চাষাবাদ করে আসছেন কৃষকরা। কিন্তু চতুর্থবারের মতো ড্যামের রাবার ছিঁড়ে যাওয়ায় এখন চাষাবাদ নিয়ে আতঙ্কে পড়েছে কৃষকরা।

কক্সবাজার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. সবিবুর রহমান ঘটনাটি শুনেছেন উল্লেখ করে বলেন, ড্যামের রাবার ছিঁড়ে যাওয়ার খবর পেয়ে বুধবার বিকেলে পাউবোর শাখা কর্মকর্তাকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। দ্রুত রাবার ড্যামটি সচল করার ব্যবস্থা নেয়া হবে বলেও উল্লেখ করেন তিনি।

 সায়ীদ আলমগীর/এসএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।