গোপালগঞ্জে ১২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৪


প্রকাশিত: ০৬:১৭ এএম, ১০ মার্চ ২০১৬
ফাইল ছবি

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ১২০০ পিস ইয়াবাসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাত সাড়ে ৩টার দিকে টুঙ্গিপাড়ার গওহরডাঙ্গা এলাকা থেকে তাদের ইয়াবাসহ গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- টুঙ্গিপাড়ার শ্রীরামকান্দি মধ্যপাড়া গ্রামের সালাম শেখের ছেলে দেলোয়ার হোসেন (২৮), মনির চৌধুরীর ছেলে ফারুক চৌধুরী (২৬), রেজাউল শেখের ছেলে সবুজ শেখ (২২) ও হাসান শেখের ছেলে রুবেল শেখ (২৬)।

টুঙ্গিপাড়া থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ফারুক জানিয়েছেন, গোপন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে ১২০০ পিস ইয়াবাসহ ওই চারজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতাররা অত্যন্ত ধূর্ততার সঙ্গে এলাকায় মাদক-ব্যবসা করে আসছিল। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা হয়েছে।

হুমায়ূন কবীর/এসএস/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।