বিমানবাহিনীর ফ্লাইট সেফটি অফিসার্স কোর্সের সনদ বিতরণ


প্রকাশিত: ০৯:৪৪ এএম, ১০ মার্চ ২০১৬

বাংলাদেশ বিমানবাহিনীর ৫৬তম ফ্লাইট সেফটি অফিসার্স কোর্সের সনদ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বাংলাদেশ বিমানবাহিনী ঘাঁটি বাশারের ফ্লাইট সেফটি ইনস্টিটিউটে এ সনদ বিতরণ করা হয়। সহকারী বিমানবাহিনী প্রধান (রক্ষণাবেক্ষণ) এয়ার ভাইস মার্শাল এম মাজহারুল ইসলাম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কোর্সে অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করেন। সেরা নৈপুণ্যের জন্য ফ্লাইট লেফটেন্যান্ট মোহাম্মদ সম্রাট হোসেন ‘বিমানবাহিনী প্রধানের ট্রফি’ লাভ করেন।
   
সফলতার সঙ্গে প্রশিক্ষণ সমাপ্তির জন্য প্রধান অতিথি অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীদের অভিনন্দন জানান এবং তিনি ফ্লাইট সেফটি ইনস্টিটিউটের অধিনায়ক, প্রশিক্ষকবৃন্দ ও প্রশিক্ষণ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

এর আগে ওই ইনস্টিটিউটের অধিনায়ক গ্রুপ ক্যাপ্টেন মুহাম্মদ হারুনুর রশীদ, এনডিসি, পিএসসি তার স্বাগত ভাষণে এ কোসের্র সংক্ষিপ্ত বিবরণ তুলে ধরেন। কোর্সে বাংলাদেশ বিমান বাহিনীর ১২ জন এবং বাংলাদেশ নৌবাহিনী, ভারতীয় বিমানবাহিনী, পাকিস্তান বিমানবাহিনী, শ্রীলঙ্কা বিমানবাহিনী ও রাজকীয় মালয়েশিয়ান বিমানবাহিনীর একজন করে কর্মকর্তাসহ মোট ১৭ জন প্রশিক্ষণার্থী কর্মকর্তা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে শ্রীলঙ্কান হাইকমিশনের প্রতিনিধি এবং বিমান সদর ও ঘাঁটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এসএ/এনএফ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।