জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির সঙ্গে বিশ্বব্যাংক প্রতিনিধিদের বৈঠক

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৬:৫০ পিএম, ২৩ মে ২০২৩

শিক্ষার মানোন্নয়নে গৃহীত কলেজ এডুকেশন ডেভেলপমেন্ট প্রজেক্টের (সিইডিপি) অগ্রগতি বিষয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মশিউর রহমানের সঙ্গে বৈঠক করেছেন বিশ্বব্যাংকের প্রতিনিধিরা। মঙ্গলবার (২৩ মে) বিশ্ববিদ্যালয়ের নগর কার্যালয়ের সম্মেলনকক্ষে দ্বিপাক্ষিক এ বৈঠক হয়।

বিশ্বব্যাংকের সিইডিপি প্রকল্প বাস্তবায়ন সাপোর্ট মিশনের ১১তম সভায় সভাপতিত্ব করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। সভায় প্রজেক্ট বাস্তবায়ন বিষয়ে সার্বিক অগ্রগতি মূল্যায়ন করা হয়। সিইডিপির কার্যক্রমের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করা হয়। সিইডিপির ভবিষ্যৎ কার্যক্রম ও শিক্ষক প্রশিক্ষণসহ অন্যান্য বিষয়ে জাতীয় বিশ্ববিদ্যালয় কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে বলে উল্লেখ করেন উপাচার্য।

সভায় বিশ্বব্যাংকের প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন জ্যৈষ্ঠ অর্থনীতিবিদ সঙ্গীতা গোয়াল, শিক্ষা বিশেষজ্ঞ তাসমিনা রহমান, কনসালটেন্ট জুলফিকুর রহমান, কাজী মুনিরুল ইসলাম, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. নিজামউদ্দিন আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক আবদুস সালাম হাওলাদার, সিইডিপির প্রকল্প পরিচালক মোহাম্মদ খালেদ রহিম প্রমুখ।

এদিকে, একইদিন সকালে শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা বিষয়ে শিক্ষাখাতের আন্তর্জাতিক অংশীদার মালয়েশিয়ার ইউনিভার্সিটি অব নটিংহামের (ইউএনএম) প্রতিনিধি রোজিলিনি ফার্নান্দেজের সঙ্গে বৈঠক করেন উপাচার্য ড. মশিউর রহমান।

সভায় শিক্ষক প্রশিক্ষণ, পলিসি মেকার, ফিউচার লিডার, মাস্টার ট্রেইনারসহ বিভিন্ন ক্যাটাগরিতে প্রশিক্ষণদানে সহায়তা অব্যাহত রাখার কথা জানান ইউএনএম-এর প্রতিনিধি। সভায় প্যাডাগোজির ওপর প্রশিক্ষণের অভিজ্ঞতা শেয়ার করেন মালয়েশিয়ার প্রতিনিধি।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এ সভায় আরও উপস্থিত ছিলেন স্নাতকোত্তর শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্রের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ বিন কাশেম, স্নাতকপূর্ব শিক্ষাবিষয়ক স্কুলের ডিন অধ্যাপক ড. মো. নাসির উদ্দিন, রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল হোসেন, পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের পরিচালক সুমন চক্রবর্তীসহ বিশ্ববিদ্যালয় ও সিইডিপির সদস্যরা।

এমএইচএম/এএএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।