হতদরিদ্রদের মাঝে স্মার্টফোন বিতরণ


প্রকাশিত: ১২:২৪ পিএম, ১০ মার্চ ২০১৬

বর্তমান সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে তিস্তা পাড়ের হতদরিদ্র ১০০ জনের মাঝে স্মার্টফোন বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে নীলফামারীর ডিমলায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে পল্লীশ্রী রি-কল প্রকল্পটি প্রত্যন্ত চরাঞ্চলের হতদরিদ্রদের মাঝে এসব ফোন বিতরণ করে।

উপজেলার ৫টি ইউনিয়নের চর এলাকার দরিদ্র ও হতদরিদ্র নারীদের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে রেজিলিয়েন্স থ্রো ইকোনোমিক এমপাওয়ারমেন্ট, ক্লাইমেট অ্যাডাপটেশন, লিডারশীপ এ্যান্ড লার্নিং (রি-কল) প্রকল্প ২০১০ সাল থেকে বাস্তবায়ন করা হচ্ছে। অক্সফামের অর্থায়নে পল্লীশ্রী রিকল প্রকল্পটি তিস্তার পাড়ের হতদরিদ্রদের স্বাবলম্বী করে তোলার লক্ষ্যে কাজ করছে।

অনুষ্ঠানে স্মার্টফোন বিতরণ করেন নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য আফতাব উদ্দিন সরকার।

সিবিওর নির্বাহী সদস্য সালেহা বেগমের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইজ চেয়ারম্যান আয়েশা সিদ্দিকা, উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম, পল্লীশ্রীর চেয়ারপার্সন অধ্যক্ষ মাছুমা খাতুন, পল্লীশ্রীর নির্বাহী পরিচালক শামিম আরা বেগম, প্রোগ্রাম ম্যানেজার সেলিম রেজা, পল্লীশ্রী রি-কল প্রকল্প সমন্বয়কারী পুরান চন্দ্র বর্মন, টেপাখড়িবাড়ীর ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম শাহীন, ডিমলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফর রহমান, খগাবড়বাড়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মারুফা বেগমসহ প্রমুখ।

জাহেদুল ইসলাম/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।