রোমাঞ্চকর জয় পেল পূর্বাঞ্চল


প্রকাশিত: ০৪:০১ পিএম, ১০ মার্চ ২০১৬

বাংলাদেশ জাতীয় লিগে (বিসিএল) উত্তরাঞ্চলের বিপক্ষে রোমাঞ্চকর জয় পেয়েছে পূর্বাঞ্চল। মাইশুকুরের দুর্দান্ত সেঞ্চুরিতে মাত্র ১৩৮ রানের লিড পেয়েছিল উত্তরাঞ্চল। আর তা নিয়েই নিয়েও দারুণ লড়াই করেছিল তারা। কিন্তু উইকেটরক্ষক ব্যাটসম্যান জাকির হোসেনের দায়িত্বশীল ব্যাটিংয়ে ৪ উইকেটের জয় তুলে নেয় পূর্বাঞ্চল। আর মধ্যাঞ্চল ও দক্ষিণাঞ্চলের ম্যাচটি নিষ্প্রাণ ড্র হয়েছে।

আগের দিন মাইশুকুর রহমান ও নাঈম ইসলামের ব্যাটে ম্যাচ বাঁচানোর স্বপ্ন দেখেছিল উত্তরাঞ্চল। নাঈম না পারলেও মাইশুকুর লড়েছিলেন। কিন্তু শেষরক্ষা করতে পারলেন না। বুধবার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের অ্যাকাডেমি মাঠে আগের দিনের ৪ উইকেটে ২০৮ রান নিয়ে খেলা শুরু করে উত্তরাঞ্চল। মাইশুকুর রহমানের দুর্দান্ত সেঞ্চুরিতে ৩৫৭ রানের বড় সংগ্রহ পায় তারা। ৩৩১ বল মোকাবেলা করে ১৩১ রানের দুর্দান্ত ইনিংস খেলেন মাইশুকুর। এছাড়া শেষ দিকে সানজামুল ইসলাম ৪৬ ও ধীমান ঘোষ ৩৭ রান করেন। পূর্বাঞ্চলের অলক কাপালী ৭০ রানে ৫ উইকেট নেন।
 
১৩৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ৩৭ রানেই ৪ উইকেট হারিয়ে দারুণ চাপে পড়ে পূর্বাঞ্চল। তবে উইকেটরক্ষক ব্যাটসম্যান জাকির হোসেনের দায়িত্বশীল ব্যাটিংয়ে ২২.১ ওভারেই জয়ের বন্দরে পৌঁছে যায় তারা।

দিনের অপর ম্যাচে শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগের দিনের ২ উইকেটে ১১২ রান নিয়ে ব্যাট করতে নামে মধ্যাঞ্চল। চার ব্যাটসম্যানের হাফ সেঞ্চুরির সুবাদে ৬ উইকেটে ২৯২ রান সংগ্রহ করে ইনিংস ঘোষণা করে তারা। শামসুর রহামান ৬১, মার্শাল আইয়ুব ৬৬, শুভাগত হোম ৬৩ ও শরিফুল্লাহ ৫৯ রান করেন। দক্ষিণাঞ্চলের আব্দুর রাজ্জাক ১১৫ রানে ৩টি উইকেট পান।  

৪০৬ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে দলীয় ৭ রানেই দুই উইকেট হারিয়ে চাপে পড়ে দক্ষিণাঞ্চল। তবে তুষার ইমরানের ৫৪ ও ফরহাদ রেজার ৪০ রানে ভর করে ৪ উইকেটে ১০৯ রান তোলার পর ড্র মেনে নেয় দুই দল। তানভীর হায়দার ৭ রানে ২টি উইকেট পান।

 আরটি/এমআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।