ধামইরহাটে ৪১ জন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার


প্রকাশিত: ০২:৪৮ পিএম, ১৩ মার্চ ২০১৬

নওগাঁর ধামইরহাটে ইউনিয়ন পরিষদ নির্বাচনে রোববার ছিল মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। উপজেলার ৮টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৪১ জন প্রার্থী নিজ নিজ রিটার্নিং কর্মকর্তার কাছে তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।

উপজেলা নির্বাচন অফিসার জেবুন্নেসা শাম্মী জানান, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে বিকেল ৫টা পর্যন্ত ৮টি ইউনিয়নে ৮ জন চেয়ারম্যান, সংরক্ষিত মহিলা সদস্য পদে ৪ জন এবং সাধারণ সদস্য পদে ২৯ জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র প্রত্যাহার করেন। চেয়ারম্যান পদ থেকে যারা মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন সবগুলোই ছিল স্বতন্ত্রপ্রার্থী।

চেয়ারম্যান পদে প্রত্যাহারকৃত প্রার্থীরা হলেন, আগ্রাদ্বিগুন ইউপিতে আব্দুর রঊফ, আড়ানগর ইউপিতে আদিল আহমেদ, খেলনা ইউপিতে আল আমিন, মাসুদ পারভেজ, আলমপুর ইউপিতে প্রভাষক রুহুল আমিন, আবু সাঈদ সিদ্দিকী, ইসবপুর ইউপিতে সাবেক চেয়ারম্যান আখতারুর ইসলাম সরদার ও মুক্তিযোদ্ধা তোজাম্মেল হক।

উল্লেখ্য, আগামী ১৪ মার্চ প্রতীক বরাদ্দ এবং ৩১ মার্চ বৃহস্পতিবার ভোটগ্রহণ সম্পন্ন হবে বলে জানা গেছে।

আব্বাস আলী/ এমএএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।