শিবগঞ্জে মোরগ নিয়ে কাড়াকাড়ি


প্রকাশিত: ১২:১৫ পিএম, ১৪ মার্চ ২০১৬

দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদের নির্বাচনে সোমবার প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করা হয়। বগুড়ার শিবগঞ্জের ১২টি এবং সোনাতলার ৬টিসহ ১৮টি ইউনিয়নের প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। চেয়ারম্যান পদে দলীয় প্রার্থীরা নির্ধারিত প্রতীক পেলেও স্বতন্ত্র প্রার্থীদের ক্ষেত্রে জটিলতা দেখা দেয়।

ইউপি চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী সদস্যরা একই প্রতীক একাধিকজন আবেদন করায় লটারির মাধ্যমে তাদেরকে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। প্রার্থীরাও পছন্দের প্রতীক নিতে কাড়াকাড়ি শুরু করে দেন। পরে রিটার্নিং অফিসাররা লটারির মাধ্যমে সেই প্রতীক বরাদ্দ দেন।

জানা গেছে, উপজেলার বিহার ইউনিয়নের ১নং ওয়ার্ডে তিনজন প্রার্থী মোরগ প্রতীকের জন্য আবেদন করেন। রিটার্নিং অফিসার ও উপজেলা প্রকৌশলী শামছুল ইসলাম লটারির মাধ্যমে সাইফুল ইসলামকে মোরগ প্রতীক বরাদ্দ দেন। এছাড়াও আবদুল আলিম (ফ্যান) এবং ফজলার রহমান লটারির মাধ্যমে পেয়েছেন টিউবওয়েল প্রতীক।

বিহার ও বুড়িগঞ্জ ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং অফিসার ও উপজেলা প্রকৌশলী শামছুল ইসলাম  জানান, চেয়ারম্যান পদে আনারস, মোটরসাইকেল, ঘোড়া, অটোরিকশা, সংরক্ষিত নারী সদস্য পদে তালগাছ, বই, মাইক ও সূর্যমুখি এবং সাধারণ সদস্য পদে মোরগ, টিউবওয়েল, তালা, ফুটবল কাড়াকাড়ি ছিল। তবে সবচেয়ে বেশি ছিলো মোরগ প্রতীকের চাহিদা। এই নিয়ে আবেদনও পড়ে বেশি। পরে লটারি মাধ্যমে তা সমাধান করা হয়।     

শিবগঞ্জ উপজেলা নির্বাচন অফিসার জাকির হোসেন বলেন, এ উপজেলায় সুষ্ঠুভাবে প্রতীক বণ্টন সম্পন্ন হয়েছে। প্রতীক পাবার পর বিকেল থেকেই প্রার্থীরা প্রচারণা শুরু করেছেন।

লিমন/এমএএস/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।