৯টি কলেজে নতুন বিভাগ খোলার অনুমতি
শর্ত সাপেক্ষে নয়টি কলেজে নতুন বিভাগ খোলার অনুমতি দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। সোমবার এ সংক্রান্ত একটি আদেশ জারি করা হয়েছে।
মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব কাউচার নাসরীন স্বাক্ষরিত আদেশ সূত্রে জানা যায়, ভোলার চরফ্যাসনের অধ্যক্ষ নজরুল ইসলাম মহাবিদ্যালয়ে বিজ্ঞান বিভাগ, কুষ্টিয়া কুমারখালীর আলাউদ্দিন আহমেদ ডিগ্রি কলেজে বিজ্ঞান বিভাগ, মুন্সিগঞ্জের সিরাজদিখানের মালখানগর ডিগ্রি কলেজে বিজ্ঞান বিভাগ, শরীয়তপুরের ভেদরগঞ্জের হাবিব উল্যা কলেজে বিজ্ঞান বিভাগ, কিশোরগঞ্জের বাগমারার আলোকনগর মহিলা কলেজে ব্যাণিজ্য বিভাগ, চাঁপাইনবাবগঞ্জের গোমস্তপুরের রাধানগর বরেন্দ্র মহাবিদ্যালয়ে বাণিজ্য বিভাগ, বান্দরবানের রুমার সাঙ্গু কলেজে মানবিক ও বাণিজ্য বিভাগ এবং ব্রাক্ষণবাড়িয়ার নবীনগরের নবীনগর মহিলা কলেজে বিজ্ঞান বিভাগ খোলার অনুমিত দেয়া হয়েছে।
অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠানে এমপিও না দেয়ার শর্তে নিয়োগকৃত শিক্ষক/জনবলের বেতন-ভাতাদি সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের নিজস্ব তহবিল হতে পরিশোধ করতে হবে। এ ক্ষেত্রে সরকার কোনো আর্থিক দায়ভার বহন করবে না।
এনএম/বিএ