রাজধানীতে ১৫০০ বোতল ফেন্সিডিল উদ্ধার : আটক ৫


প্রকাশিত: ০৫:১৪ এএম, ১৭ মার্চ ২০১৬

রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১৫০০ বোতল ফেন্সিডিলসহ পাঁচজনকে আটক করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। ডিবি দক্ষিণের একটি দল বুধবার রাতে অভিযান চালিয়ে ফেন্সিডিলসহ তাদের আটক করে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

এসময় আসামীদের কাছ থেকে একটি পিস্তল, দুই রাউন্ড গুলি, ফেন্সিডিল ভর্তি একটি ট্রাক ও একটি প্রাইভেট কার জব্দ করা হয়েছে।

পৃথক একটি অভিযানে দুইটি পিস্তল, চারটি ম্যাগজিন ও ২০ রাউন্ড অ্যামুনেশনসহ একজন অবৈধ অস্ত্র ব্যাবসায়ীকে আটক করেছে ডিবি।  

প্রাথমিকভাবে আসামীদের নাম পরিচয় পাওয়া যায়নি। এবিষয়ে দুপুরে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে ডিএমপি।

এআর/এএইচ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।